ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররাই সম্প্রতি ইরানের একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে বলে খবর দিয়েছে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক সানডে টাইমস। এ খবরটি গতকাল (সোমবার ১৬ জানুয়ারি) রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত হয়। আজ জামাতি পত্রিকা নয়াদিগন্ত সকাল বেলা তাদের অনলাইন সংস্করণে খবরটি হুবহু তুলে দিয়ে শেষে সূত্র হিসেবে রেডিও তেহরানের কথা উল্লেখ করে। কিন্তু অবাক বিষয়, এই মুহুর্তে খবরটির শেষে নয়াদিগন্তে সূত্র হিসেবে ইসরাইলি পত্রিকা হারেতয ডট কম বলে উল্লেখ করা হয়েছে। জামাত নাকি বাংলাদেশে ইসলাম কায়েম করবে। যাদের প্রতিটি কর্মে চৌর্যবৃত্তির আলামত পাওয়া যায়, তারা কীভাবে ধর্মের ভিত্তিতে দেশ চালাবে? নিজেরাই চুরি বন্ধ করতে না পারলে দেশের জনগণকে কীভাবে চুরি করতে নিষেধ করবে? নাকি 'আমি যা বলি তা শোনো, আমি যা করি তা কোরো না' নীতিতে বিশ্বাসী যুদ্ধ অপরাধী এ দলটি? জামাতের ওপর যাদের অগাধ বিশ্বাস তারা আমার দাবির সত্যতা যাচাই করে দেখতে পারেন। খবরটি আপডেটের তারিখ এবং সময় খবরেই উল্লেখ আছে : রেডিও তেহরানের খবরটির লিঙ্ক ( গতকালের) নয়াদিগন্তের খবরের লিঙ্ক (আজকের অনলাইন সংস্করণ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।