আমাদের কথা খুঁজে নিন

   

টেকিহেল্প চাই-ওয়াইম্যাক্স নেট শেয়ারিং

আমার ২টা পিসিতে নেট শেয়ার দিতে চাই কনফিগারেশন নিচে দেয়া হল- ১ টা ডেক্সটপ, ১ টা লেপটপ - ওযাইফাই+ব্লুটুথ সহ, ১টা ১ এমবিপিএস ইউএসবি বাংলালায়ন মডেম, ওয়াই ফা্ই ইউএসবি মডেম ও আছে একটা টিপি লিংক এর, ২ টা পিসিতেই কেবল শেয়ারিং দেয়া আছে সুইচ এর মাধ্যমে যারা দ্বারা সাধারণত ফাইল শেয়ার দিয়ে থাকি, হটস্পট দিয়ে নেট শেয়ার দিয়েছিলাম কিন্তু গেস্ট পিসিতে সিস্টেম খুবই স্লো থাকে কাজ করা যায় না আর বারবার ডিসকানেক্ট হয়ে যায়, ওয়াইফাই এর মাধ্যমে স্পিড ভাল পাবো কি? ভাল কোনো সমাধান থাকলে জানাবেন প্লিজ.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।