আমাদের কথা খুঁজে নিন

   

কলিকাতারা ভালো কোন মুভি বানাইতে পারে আমি বিশ্বাস করিনা...করব ও না! চল পাল্টাই মুভি কপি মারছিল এইখান থেকে...

ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! প্রায় একমাস পর আবারো আসলাম অভিযান চালাতে। এবারের শিকার প্রসেনজিৎএর বাংলা মুভি চল পাল্টাই ব্লগে অনেককেই দেখলাম মুভিটার প্রশংসা করতে। ট্রেলার দেখলাম। আসলেই চমৎকার লাগল। কিন্তু যতই চমৎকার লাগুক আমি যে কলিকাতার মুভিরে সন্দেহ করি।

তারা নকল ছাড়া মুভি ই বানায়না। রিলিজ হওয়ার আগ পর্যন্ত কাউকে জানায়ওনা রিমেক করছে নাকি চুরি করছে! তারপর মুক্তির পর যখন অভিযোগের তীর ছুটে তখন হুশ হয়। তখন অনুপ্রাণিত শব্দটি মুখ দিয়ে বের হয় যাক অনেক কথা বলে ফেললাম। আসেন তাহলে চল পাল্টাই মুভি যা থেকে কপি মারছে সেটার ট্রেলার টা দেখে নেই মারাঠি একটি মুভির পুরাই কপি এই চল পাল্টাই! বাকি আলোচনাঃ তাদের মেকিং ভাল তাতে কোন সন্দেহ নাই। তাহলে তারা নিজ থেকে কিছু বানায়না কেন?এত মেকিং এর প্রশংসা শুনি কই বাবা দেখলামনা তো বছরে ২টা ৪টা কমার্শিয়াল মুভি বানাইতে অরিজিনাল স্টোরির! হুমম আরেকজনের কর্ম নকল করে মেকিং এর প্রশংসা করনেওয়ালাদের মত আমি না।

তো এনজয় করেন(যারা করতে করতে চান) নকলের এই মহোৎসব! তবে আমি আপনাদের সাথে নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।