আমি জানিনা......তবে শূন্য। শূন্যতার ব্লগে স্বাগতম......। কিছুদিন আগে একটা কবিতা পোস্ট করেছিলাম,
আমার অসম্ভব প্রিয় একটা কবিতা,
মার্টিন নেমলার এর লেখা সেই কবিতায় আমি খুজে পেয়েছিলাম আমাদের স্বার্থপরভাবে উদাসীন হয়ে যাওয়ার ব্যাপারটাকে,
যাইহোক পাঠক ছিল সর্বসাকুল্যে ২৩ জন, তবু আজ আবার কবিতাটা দেওয়ার জন্য ইচ্ছে জাগছে,বর্তমানে ব্লগারদের উপর সরকারের যে খডগ নেমে আসছে তা দেখে হ্য়ত কিছু পেটি বুর্জোয়া আর দালাল সম্প্রদায় মুছকি হাসি দিচ্ছে কিন্তূ আপনারা একথা ভুলে যাবেন না একটি সময় আসবে যখন আপনি নিশ্চিন্হ হওয়ার পথে এগোবেন কিন্ত আপনাকে বাছানোর বা রক্ষা করার মত কেউ আর অবশিষ্ট রবেনা................।
তাই সময় থাকতে সজাগ না হলে সময় পুরিয়ে যাবার পর নাকি কান্না কেদে কোন লাভ হবেনা।
সাম্রাজ্যবাদ,সামন্তবাদ আর সাম্প্রদায়িকতা এই তিনটের মাঝে কোন পার্থক্য নাই।
প্রথম দুটি তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এমন কোন অপরাধ নেই যা তারা করতে পারেনা,অন্যদিকে সাম্প্রদায়িকতা অন্ধতের গোডামীর মধ্যে থেকে বিদ্বেষের বীজ লালন করে।
হ্য়ত যা বোঝানোর চেস্টা তা নিজেই বুঝিনাই..। তারপরও খারাপ লাগে যখন দেখি মানবতা গুমরে কাদে গনতন্ত্রের দেওয়ালে।
যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।
মার্টিন নেমলার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।