I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. বাসায় সাংঘাতিক শোরগোল। তুমুল ঝগড়া।
ছেলের মাঃ আমি এই বিয়ে মানিনা।
মেয়ের মাঃ বিয়ে তো হয়েই গিয়েছে, এখন চল ওদের ঘর সাজিয়ে দেই।
ছেলের মাঃ নাআআ, হবেনা।
কেন আমার পারমিশেন ছাড়া তুমি ওদের বিয়ে দিয়েছ?
মেয়ের মা(একটু অসহায় কাঁদো কাঁদো স্বরে)-কেন তুমিই তো রাতে ঘুমানোর আগে বলেছিলে সকালে ওদের বিয়ে দেবো আমরা?
ছেলের মাঃ আমি ডিসিশন চেঞ্জ করেছি, আমার পুতুল আমাকে দিয়ে দাও।
“আম্মু দেখোনা, আপুনি ওর ছেলেকে নিয়ে যাচ্ছে!” আমি ওদের কাথাবার্তা অনেকক্ষণ থেকেই খেয়াল করছিলাম। জাইনাকে জিজ্ঞেস করলাম, “কি ব্যাপার জাইনা, এমন করছো কেন?”
জাইনাঃ আম্মু দেখো আমি যখন স্কুলে ছিলাম তখন জাইবা ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছে!
“কেনো জাইবা তুমি আপুনির জন্যে অপেক্ষা করলেনা কেন?”
জাইবাঃ ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, এরপরে হুজুর চলে আসলে কখন বিয়ে দিবো? আপুনি তো স্কুল থেকে দেরী করে আসে!
জাইনাঃ দেরী হলে হবে, রাতে বিয়ে দিতাম!
জাইবাঃ রাতে হোমওয়ার্ক করতে হবেনা!
জাইনাঃ আম্মু দেখো ও খালি এক্সকিউজ দিচ্ছে, আসলে ও ইচ্ছা করে আমাকে বাদ দিয়ে এইসব করেছে।
“আচ্ছা ঠিকাছে ঠিকাছে, বিয়ে যখন হয়েই গিয়েছে, এখন তো আর কিছু করার নেই। ”
জাইনাঃ এই বিয়ে ক্যানসেল।
“এভাবে তো ক্যানসেল করা যাবেনা!”
জাইনাঃ আম্মু!! ট্রাই টু আন্ডারস্ট্যান্ড!!
“আচ্ছা বলো তাহলে তোমার ছেলে কেন বিয়ে করলো? ও তো বলতে পারতো আমার আম্মু স্কুল থেকে না-আসলে আমি বিয়ে করবোনা!”
জাইনাঃ উফফ আম্মু ওরা তো পুতুল, ওরা কি কথা বলতে পারে?!!
“তাহলে পুতুলের বিয়ে নিয়ে এত বিগডীল করছো কেন মা?”
জাইনাঃ ধ্যাত আম্মু তুমি কিছু বোঝোনা। এখন বিয়েটা ক্যানসেল করতে হবে।
আমি ওদের পুতুল দুইটা হাতে নিলাম। বেশ হাসি হাসি মুখ করা সুন্দর জামা পরা একটা ছেলে পুতুল, আর একটা মেয়ে পুতুল। “দেখো মা, ওরা বিয়ের পরে কত্তো হ্যাপি।
এখন দে মাস্ট লিভ হ্যাপিলি এভার আফটার। ”
জাইবাঃ আম্মু আপুনি তো ওদের হ্যাপিলি এভার আফটার চাইছে না (একটু কান্না কান্না স্বরে)।
জাইনাঃ উফ ওরা তো অলওয়েইজ হ্যাপি। জাইবা, চলো নতুন করে খেলি আবার।
জাইবাঃ না-আ-আ-আআআ!!!
আমি আবার নাক গলালাম।
“শোনো, তোমরা শাশুড়ীরা এখন অফ্ যাও। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মিয়া-বিবি হ্যাপি। যাও এবার অন্য কিছু খেলো, ওদেরকে আর ডিস্টার্ব কোরোনা। ”
জাইনা, ছেলের মা, যারপরনাই বিরক্ত হয়ে ধুপধাপ করে অন্যরুমে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল “আম্মুটা কিছু বুঝেনা।
কেন যে না-বুঝে এত কথা বলে!!”
আমি হাসবো, না কাঁদবো, ভেবে ভেবে হেসেই ফেললাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।