আমাদের কথা খুঁজে নিন

   

একদেশের চাষির আত্নহত্যা ঠেকাতে আমাদের দেশের চাষিদের আত্নহত্যার পথে ঠেলা দেয়া হচ্ছে।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ১৬ দিনের ভারত সফরের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভারতের জন্য তিস্তা চুক্তি ও টিপাই বাঁধ কেন এত গুরুত্বপুর্ণ!!! সরজমিনের অভিজ্ঞতা। লেখাটি লিখেছিলাম। কিন্তু সাধারণ মানুষ হওয়াতে আমাদের লেখা গুরুত্ব পাবার কথা নয়। তবে একটা কথা সত্য্ যে, ''গরিবের কথা বাসী হলে ফলে''।

আজ আবার ''আনন্দবাজার'' পত্রিকায় দেখলাম, তিন দিনে তিনজন চাষির আত্নহত্যা'' , তাই হটাৎ করে ভারতের জমিনের কিছু সৃতি নয়া দিল্লী থেকে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি: চোখের সামনে ভেষে উঠল। একজন চাষী কত কষ্টকরে ফসল ফলায়ে আমাদের জীবিত রাখে, অথচ তাদের ন্যাহ্ব্য প্রাপ্য না পেয়ে পরিবারের ভরণ পোষণ করতে না পেরে নিজের জীবনটাই দিয়ে দেয়। তাও আমরা বুঝি না। এদিকে আমাদের সরকার প্রতিবেশীদের সাথে যেই চুক্তি করতে যাচ্ছে তাতে সে দেশের কৃষকদের জিবণের যদি কিছু উন্নতি হয় এবং আমাদের যদি কোন ক্ষতি না হয় তাহলে সেটা অনেক পুন্য ও সম্মানের কাজ। কিন্তু নৌকার উপরে ষ্টিমার উঠায়ে দিলে নৌকার যে কি হাল হবে সেটা কোন গাধাঁই বা না বুঝতে পারে।

সুতুরাং এটা স্পষ্টই বলা যায় যে, যত গুলো চুক্তি ভারত সরকার আমাদের সাথে করতে চাচ্ছে তাতে তাদের দেশের অমূল পরিবর্তন না হলেও আমাদের দেশের চাষিদের অবস্থা ভারতের চাষিদের মতই হবে। সামনে থেকে আমাদেরও গননা করতে হবে গত মাসে কয়জন চাষী আত্নহত্যা করল, তা মিলিয়ে এ বছর কয়জন হলো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।