আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দূর্ঘটনায় আমরা কেন মরবো? আমাদের কি দোষ?

আমি বলতে বাধ্য হচ্ছি, সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে বেহেশত নসিব হোক - আমি তা চাই না। এই মর্ত্যে বেঁচে থাকতে চাই। সুস্থ্যভাবে জীবনকে উপভোগ করতে চাই। শেষ পর্যন্ত। বাংলাদেশে সড়ক দূর্ঘটনার হার গ্রহনযোগ্য নয়।

একেবারেই নয়। বছরে ১০-২০ টা দূর্ঘটনা হতে পারে, হয়তো ২/৩ জন মৃত্যুমুখে পতিত হতে পারে। কিন্তু যা হচ্ছে তা মহামারী। এভাবে চলতে পারে না। আমাদের আজকে বাঁচার অধিকার নেই বললেই চলে।

কোথাও যাব, বেঁচে ফিরতে পারবো কিনা জানি না। এটা কোনো 'সভ্য' দেশে চলতে পারে না। বাংলাদেশ সরকারকে 'অগ্রাধিকার' জিনিষটি বুঝতে হবে। পদ্মা সেতু আগে, না ঢাকা শহর যানজটমূক্ত করা আগে, সেটা বুঝতে হবে। তও্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না সেটা আগে, না জনশক্তিকে দক্ষ করে বিদেশে পাঠানো আগে যাতে দেশে কিছু পয়সা আসে, সেটা বুঝতে হবে।

ভারতের তোষামোদ করা আগে, না ভারতের সাথে ভাল সম্পর্ক রেখে নিজের সুবিধা আদায় আগে, সেটা বুঝতে হবে। আমার মনে হয়, বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে প্রায়। রাজনৈতিক নেতারা, সরকারী বা বিরোধিদলের, যদি এটা এখনো না বুঝে থাকে, বা খামখেয়ালী করেন, তবে সেইদিন দূরে নয়, যেদিন তাঁদের এজন্যে চরম মূল্য দিতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।