আমাদের কথা খুঁজে নিন

   

এএমডি আনছে 'লাইটনিং বোল্ট'

চিপ জায়ান্ট ইনটেলের থান্ডারবোল্ট প্রযুক্তির বিকল্প হতে পারে এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে চিপ নির্মাতা অপর প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, থান্ডারবোল্টের চেয়েও দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করার নতুন প্রযুক্তির নাম হবে ‘লাইটনিং বোল্ট। ’ খবর পিসি ম্যাগ-এর। লাইটনিং বোল্ট নাম রাখা প্রসঙ্গে এএমডি’র ভাষ্য, ‘থান্ডার বা বজ্র দিয়ে যেখানে কেবল একটি শব্দকেই বোঝায় সেখানে লাইটনিং দিয়ে পুরো আলোকিত বা উত্তাপকেই বোঝায়। ’ উল্লেখ্য, ইনটেল ২০১১ সালে ম্যাক কম্পিউটারের জন্য থান্ডারবোল্ট প্রযুক্তি এনেছিলো।

ইনটেল-এর পরিচয় করিয়ে দেয়া ‘থান্ডারবোল্ট’ হচ্ছে ইনপুট এবং আউটপুট প্রযুক্তি যা ডিসপ্লে এবং ডিভাইসে সাপোর্ট হিসেবে ব্যবহার হয়। এটি অনেকটাই ইউএসবি পোর্টের মতো। তবে ইউএসবি পোর্টের চেয়েও দ্রুত কাজ করতে পারে। এদিকে, সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ ‘লাইটনিং বোল্ট’ প্রযুক্তি দেখিয়েছে এএমডি। লাইটনিং বোল্ট প্রযুক্তিটির উন্নয়ন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে।

থান্ডারবোল্ট এবং লাইটনিং বোল্টের প্রযুক্তি একইরকম হলেও এএমডি বলছে, লাইটনিং বোল্টে ডেটা স্থানান্তরে ব্যবহার করা হচ্ছে ইউএসবি ৩.০ সমমানের প্রযুক্তি। তবে, মূল পার্থক্য হিসেবে ডিসপ্লেপোর্টের পিনগুলোতে পরিবর্তন করেছেন এএমডি’র প্রোকৌশলীরা। এএমডি কর্তৃপক্ষ বলছে, ল্যাপটপ নির্মাতারা লাইটনিং বোল্ট প্রযুক্তিটিকে লুফে নেবেন কারণ এ প্রযুক্তি ব্যবহারে যে খরচ পড়বে তা থান্ডারবোল্টের তুলনায় কম। খরচ কম হলেও ডেটা স্থানান্তরের গতি কতো হবে সে বিষয়ে মুখ খোলেনি এএমডি। ২০১২ সালের শেষনাগাদ লাইটনিং বোল্ট প্রযুক্তির ল্যাপটপ বাজারে চলে আসবে বলে এএমডি কর্তৃপক্ষ জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।