আমাদের কথা খুঁজে নিন

   

বেহুদাই চাপাবাজি

অযথাই বকে যায় এক হাদা গর্দভ একা একা হাসে সে কাজে কিবা অকাজে চুরি করে চোরা সে আমাদের সমাজে ঞ্জান বোধ বিকিয়ে আস্ত এক গর্দভ। আহারে কি যন্ত্রনা তার কথা বলো না করে শুধু ছলনা "ভাল" তার অজানা কি যে লিখি আমি আজ মাথাটা করে না কাজ চাপা আর কত দেই আনাগোনা সেরে নেই তারপর দেখা যাক কারে আগে দিব ডাক ভাগ্য কার দিলে ভালা কেবা সাদা কেবা কালা ধুর আর ভাল্লাগেনা চাপাবাজি আর শুনবোনা। যারা করে চাপাবাজি তারা একটা গর্দভ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।