" বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। " এক খান আইফুন গিফট পাইছিলাম কিনতুক কপাল খারাপ হইলে যা হয় আর কি!!!!!!!!এইটারে আনলক করতাম পারি নাইবসুন্ধরা সিটি ইস্টার্ন প্লাজা কোনখানেই কেউ কইরা দিলোনা।সরাসরি না কইরা দিলো!২০১১ এর শেষের দিকের প্রোডাকশন হওয়া সেটগুলাই নাকি প্রবলেম করতাছে।চিপ রিলেটেড কি একটা প্রবলেমের কারনে নাকি আনলক করতে গেলে সেটের সবকিছু নস্ট হইয়া যায়এইটা আর কুনু কামে লাগে না।কি বিফদ!!!!!!!এত দিনে যাও একখান পাইলাম তাও অকেজো পইড়া আছে।কি করতাম কেউ কিছু কন!!!!!!ফোনের ইনফরমেশন হইলো iPhone 3GS version: 4.3.5 BB: 5.16.02 assembled in China. Came from USA (AT&T)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।