আমরা যারা আইফোন বা আইপ্যাড ইউজার তাদের অনেকেই জানেন না একটি নরমাল আইফোন ও জেইলব্রেক করা আইফোনের মধ্যে পার্থক্য কি? এবং অনেকে এর সম্পর্কে জানেন কিন্তু কিভাবে কি করতে হয় তার সম্পর্কে কোন ধারণা নেই। কেননা এরকম কিছু নিয়ে এর আগে কেউ আমাদের কাছে বিষয় গুলো তুলে ধরেন নি। যাই হোক আজকে আমরা জানবো নরমাল আইফোন ও জেইলব্রেক করা আইফোনের মধ্যে পার্থক্য কি? এবং কিভাবে আপনার শখের আইফোন/আইপ্যাড টিকে জেইলব্রেক করা যায় ও এর মাধ্যমে কিভাবে আপনি এর মাধ্যমে অ্যাপ স্টোরের সকল অ্যাপ্লিকেশান সম্পূর্ণ ফ্রীতে আপনার ডিভাইসটিতে ব্যবহার করতে পারবেন। তবে এখানে যেহেতু অনেক কিছু শিখার ও জানার রয়েছে তাই আমি আপনাদের কাছে ধারাবাহিক ভাবে পর্ব আকারে ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে খুব সুন্দর ও সহজ ভাবে সম্পূর্ণ বিষয় গুলো তুলে ধরবো। যাতে এক সময় সবাই তাদের আইফোন টিকে মনের মতো করে ব্যবহার করতে পারেন।
এবং বলতে পারেন যে, এখন আমিওপারি।
প্রথমে আমাদের জানতে হবে এই জেইলব্রেক আসলে কি?
বাজারে বর্তমানে স্মার্ট ফোন বলতে আমরা এন্ড্রয়েড প্ররিচালিত সামসাং,এলজি বা অন্যান্য কোম্পানির মোবাইল সম্পর্কে বুঝি তেমনি এর আর একটি হচ্ছে অ্যাপেল এর আইফোন। এন্ড্রয়েড যেমন রুট করতে হয় তেমনি আইফোন এই বিষয়টিকে বলে জেইলব্রেক। যেমন আমরা যখন বাজার থেকে একটি আইফোন ক্রয় করি তখন এটি আমাদের অনেক কিছুই অ্যাক্সেস করতে দেয় না বা অনেক গুরুত্বপূর্ণ কাজ গুলো আমরা করতে পারি না আর যা করি তা তাদের দেওয়া নিয়মে করতে হায় বা সীমাবদ্ধতার মধ্যে থেকে করতে হয়। আর ওদের সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসাকেই বলা হয় জেইলব্রেক।
মানে আপনাকে তারা বন্ধী কারাগারে বন্ধ করে রাখে এবং আপনি এই জেইলব্রেক করার মাধ্যমে তাদের বন্ধী কারাগার থেকে বের হয়ে আসলেন। একবার আপনার আইফোন জেইলব্রেক করার পর আপনি যেকোনো কাজ খুব সহজে করতে পারবেন। এবং কি কি করতে পারবেন তার সম্পর্কে বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল!! পার্ট- ১ তো বন্ধুরা এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল এর জন্য আমার সাথেই থাকুন prothom-aloblog পরিবারের একজন সদস্য হয়ে। যেহেতু prothom-aloblog এ ভিডিও দেওয়ার অপশন নেই তাই ভিডিও টিউটোরিয়ালটি আমার সাইটে রয়েছে তাই এখানে ক্লিক করে দেখে নিন যা পালটিয়ে দিবে আপনার আইফোন ব্যবহার করার ধারণা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।