সাগরের নীল ঢেউ ছুঁয়ে যায় তীর আকাশের সাদা মেঘে লিখি কাহিনীর বদলে যাওয়া জীবনের ধূসর পটভূমি আর শুষ্ক নদীর বুকে বসে আমি দেখি বক উড়ে ঝাঁকে ঝাঁকে বিষন্ন যেন তাদের মাঝে হঠাৎ অদ্ভূত নীরবতা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাই হঠাৎ ডিটেকটিভ হিসেবে প্রথম মিশনেই বাজিমাত! সময়ের স্রোতে বদলে গেছে প্রচ্ছদ চুনকাম খসে পড়ে খুলে গেছে কাহিনীর জট মধ্যবয়সী এক নারী হবেই বা বয়স কত জীবনের ছোট্ট পরিসরে ট্র্যাজেডি এত শত! কপালে লাল টিপ, দুধে আলতা মেশানো গায়ের রং হাতে লাল-সাদা বালা, নেই আধুনিকার ঢং আয়তচোখ চেয়ে আছে এক স্বপ্নের রাজপুত্তুর কাছে এসে ভালবাসবে হৃদয়ের স্বপ্নপুর এক দুই তিন করে চলে যায় দিন আসে না সেই রাজকুমার;হঠাৎ অচিন এক যুবক এঁকে দেয় কপালে লাল সিঁদুর জীবন রং আলোকিত হয়, কাটে সুখের ভোর জীবনের রং বদলিয়ে এক বিষাক্ত সাপ ছোবল মেরে বীজ বুনল সর্বনাশের খাপ দিনে দিনে সোনালী সাগরে আছড়ে পড়ে বিষের ঢেউ এমন করে কী আবেগের কালবৈশাখীতে বিধ্বস্ত হয় কেউ? ১৯।০২।০৭, পোর্ট কলোনী, চট্টগ্রাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।