আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লাবাসীদের অভিনন্দন: রাজাকার পুত্র সাক্কু প্রথম নগরপিতা!

'৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে বর্তমান মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর বাবা মোঃ সাজেদুল হক মোক্তার ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের পিতা আলী আকবর এ্যাডভোকেট পাক হানাদারদের পক্ষে অংশগ্রহণ করে রাজাকারের ভূমিকায় দেশের বিপক্ষে কাজ করেন। ওই সময়ে উভয়ে পাক হানাদার বাহিনীর সামরিক অফিসার ক্যাপ্টেন বুখারীকে কুমিল্লার কৃতী সন্তান ধীরেন্দ্র নাথ দত্ত, যতীন্দ ভদ্র, অতীন্দ্র ভদ্র, প্রসন্ন কু মার ভৌমিক, নিতাই সাহা, কেডি রায়, শিশিরেন্দ্র দাশগুপ্ত রানার বাড়ি চিনিয়ে দেয়। পরে তাদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী তাদের হত্যা করে। এ ঘটনায় দেশ স্বাধীন হওয়ার পর সাক্কুর বাবা ও মৃত মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ সাজেদুল হক মোক্তারের বিরম্নদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মহকুমার সাব ডিভিশনাল অফিসার বাদী হয়ে ১৯৭২ সালের ৯ মে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৬, জি আর নং- ৬০১/৭২।

স্বাধীনতা যুদ্ধে পাক সেনাদের নরহত্যায় সহযোগিতা করার অপরাধে ১৯৭২ সালে গঠিত কোলাবোরেট এ্যাক্টেও অধীনে গঠিত স্পেশাল ট্রাইবু্যনালও তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ট্রাইবু্যনাল মামলা নং-১৬/৭৩। এদিকে একই অপরাধে সাজেদুল হক মোক্তারের সহযোগী ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের বাবা আলী আকবর এ্যাডভোকেটের বিরদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মহুকমার সাব ডিভিশনাল অফিসার বাদী হয়ে জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। যার মামলা নং ০৮/৭২। এই মামলা্য় উভয়কে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়।

পরে ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর জিয়াউর রহমানের এক সামরিক ফরমানে কোলাবোরেট এ্যাক্ট অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করে দিলে তারা কারাগার থেকে বেরিয়ে আসে। Link: http://amarblog.com/mreeduuvashi/posts/142125 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।