আমাদের কথা খুঁজে নিন

   

“হাটবো গুটি গুটি”

মাঝ রাতে বৃষ্টিতে, আয় রানী ভিজবি। আমি জানি কাছে টানি, হাত ধরে নাচবি। বর্ষার জল যত, গায়ে মেখে বলবি। ভালোবাসি খুব বেশি, মোর সাথে হাটবি। পিছে ফেলা পথে রবে, তোর মোর চিন্হ।

মিলে মিশে তুই আমি, নই মোরা ভিন্ন। মেঘ করে ফিস্ ফিস্, ওই দেখ যাচ্ছে। সুখে থাক জোড়া খানি, খুবই তো মানাচ্ছে। কি আছে আর কি নাআছে, নেই কারো তা জানা। পাশে আছে ভালোবাসা, মেলবেই সে ডানা।

হাতে তোর হাত ধরা, খুশির লুটোপুটি। দিগন্তকে ছোঁয়ার লাগি, হাটবো গুটি গুটি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.