ফোরেক্স কি ইতিমধ্যে হয়তো আপনি জেনেছেন, এবং আপনি হয়তো চিন্তা ভাবনা শুরু করছেন ফোরেক্স এ ইনভেষ্ট করার। কিন্তু কি ভাবে কি করবেন বুঝতে পারছেন না। আমার এই পোষ্ট আপনাকে একটা গাইড লাইন দিবে।
ধরা যাক আপনি $৫০০ ইনভেষ্ট করতে চান। তো প্রথমেই আপনাকে কোনো পেমেন্ট মেথোড এ একাউন্ট খুলে $ ডিপোসিট/লোড করতে হবে।
আপনি এই জন্য মানিবুকারর্স বা এলার্টপে ব্যবহার করতে পারেন। আমি মানিবুকারর্স ব্যবহার করি।
তাহলে প্রথমে মানিবুকার/এলার্টপে তে রেজি: করুন। রেজি: করার সময় সব তথ্য ঠিক ঠিক দিন। মেইল এ কনফার্মেশন লিংক এ ক্লিক করে একাউন্ট একটিভ করুন।
এখন আপনার $৫০০ এই একাউন্ট এ নিতে হবে। যেহেতু আমাদেশ থেকে বাংকের মাধ্যমে $ দেশের বাইরে পাঠানো যায় না সেহেতু বিকল্প উপায়ে $ লোড করতে হবে। সেটি হল আপনাকে $ কিনতে হবে। যারা ফ্রিল্যাংসিং করেন তারা $ সেল করেন। তাদের থেকে টাকার বিনিময়ে $ নিতে হবে আপনার মানিবুকারর্সে (এ ব্যপারে একটু সাবধানে কাজ করতে হবে, পরিচিত কারো থেকে নিতে পারলে ভাল হয় অথবা সরাসরি যোগা্যোগ করে বিনিময় করবেন)।
এখন আপনার মানিবুকারর্সে $৫০০ জমা হয়সে। তারপর কি করবেন?
এখন একটা ব্রোকার সাইট এ আপনাকে একটা লাইভ/রিয়েল একাউন্ট করতে হবে। বিস্তারিত এই খানে Click This Link
একাউন্ট করা হয়ে গেলে আপনাকে ব্রোকার সাইট এ $$ ডিপোসিট করতে হবে। আপনার $$ যে মাধ্যমে আছে ডিপোসিটের সময় সেটা সিলেক্ট করতে হবে, যেমন মানিবুকার্রস।
এখন আপনার $$ ডিপোসিট হয়ে গেসে।
তারপর ট্রেড করার জন্য আপনাকে MT-4 নামক একটা ছোটো সফট্ওয়ার ডাউনলোড করতে হবে (ব্রোকার সাইটে পাবেন, এটা ফ্রি)।
এখন আপনি পুরোপরি তৈরি ফোরেক্স এ ট্রেড করার জন্য।
MT-4 এ কিভাবে ট্রেড করবেন তা পরের পোষ্ট জানাতে চেষ্টা করবো।
**রাজশাহীর কেউ ফরেক্স বিষয়ে জানতে চাইলে আমার সাথে সরাসরি যোগা্যোগ করতে পারেন, যতটুকু পারি সাহা্য্য করবো। ** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।