আমি ব্লগের এর এক্সপার্টদের থেকে একটা হেল্প চাইছি। আমি আমার কম্পিউটারে win xp ব্যবহার করি (কনফিগারেসান কোর টু ডু , XFX এর বোর্ড, 4 GB রাম) । এখন আমি Xp এর মধ্যে ৩টে ভার্চুরাল মেশিন বানিয়েছি একটা তে উবুন্টু ১০।০৪ একটা তে রেড হাট আর একটা তে win 7। আমি এক্স পি আর ৭ এর মধ্যে সফল ভাবে ল্যান করেছি নেট শেয়ার হোচ্ছে ফাইল ও প্রিন্টার শেয়ার ও হয়েছে। কিনতু উবুন্টু তে নেট শেয়ার হচ্ছে কোন সমস্য হচ্ছে না। এখন আমি উবুন্টু তে প্রিনটার টা কি কোরে শেয়ার করব আর ফাইল শেয়ার কি কোরে করব? প্রিনটার টা লাগালে উবুনটু ডিটেক্ট করছে কিনটু আর কিছু করতে পারছি না নেট এ দেখলাম যে সাম্বা ইউস করতে হবে কিন্তু কি করে করব কেউ যদি একটু হেল্প করেন খুব উপকার হবে আর একটা কথা রেড হাট আর উবুনটু এর মধ্যে কি ল্যান বা নেট শেয়ার সম্ভব? কেউ হেল্প করুন খুব দরকার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।