চীন এর এক গরিব পরিবার এর মেয়ে.. এক দুর্ঘটনায় সে তার দুটি পা হারিয়ে ফেলেছে.. তার পরিবার এতটাই গরিব যে তাদের পক্ষে সম্ভব হয়ে উঠেনি তাদের মেয়েকে চিকিৎসার করানোর বা আলগা পা এর বেবস্থা করে দেওয়ার.. তাই এই মেয়েটি তার চলা ফেরার সুবিধার জন্য বাস্কেট বল ব্যবহার করে. আর দু হাতে ২ কাঠের টুকরা. এবং কখনো সে তার এই দুরবস্থার জন্য কোনও রকম অভিযোগ করেনা..এই ভাবে চলা ফেরা করে , একা একা তার স্কুলে যায় , প্রতিটা ক্লাস এ উপস্থিত থাকে..সব সময় হাসি খুশি.. তাকে আমি স্যালুট করি. অন্তর থেকে দোয়া করি.. আমাদের সব আছে..তাও কেন জানি খোদার শকর আদায় করিনা.. অনেক অভিযোগ করি.. আশা করব এই মেয়ের এই অবস্থা থেকে কিছুতা হলেও আপনারা শিক্ষা নিবেন.. আপনাদের মনে নাড়া দিবে.. সৃষ্টি কর্তার প্রতি শকর আদায় করেন আপনার যত টুকু আছে তার জন্য... অনেক অনেক স্যালুট এই মেয়েটির জন্য..♥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।