আমাদের কথা খুঁজে নিন

   

UNSMART শব্দাবলী - 1

আজ বড় অস্থির সময় - তোর চোখে অস্থিরতা নাই; চোখে তোর খেলা করে রাজ্যের বিস্ময় .। বিশ্বাস কর রে ভাই ... আমার খালি UNSMART হইতে মনে চায়। কেন কে জানে? হাজার হাজার বার নিজেরে কইছি বেটা একটু SMART হ। কিন্তু পারি নাই । ১।

এখনো মুখ দিয়া " HI, HELLO , কি মাম্মা কেমন আছ " এই সব বাইর হয় না ... কারো সাথে দেখা হইলে "আস সালামু আলাইকুম" (আপনার উপর শান্তি) বলতে ভালো লাগে । কি UNSMART. আমি ... ক্ষমা চাই স্মার্ট সমাজের কাছে। লোক মুখে শুনা যায় " হ্যালো " নাকি গ্রাহাম বেল সাহেবের প্রেয়সীর নাম ... বেচারা প্রথম আবিষ্কারের পর টেলিফোনে কত আবেগ নিয়াই না " হ্যালো, হ্যালো" ... করছে ... আর এখন ," হ্যালো, শয়তানের বাচ্চা, তুই শুধু সামনে আয় একবার ..." টাইপ সব কথাবারতায় বেচারা হ্যালো মনে হয় তার কবরে এই পাশ ওই পাশ করে। যাই হোক টেলিফোন ধরে মাত্র অন্যের প্রেমিকার নাম ধরে ডাকাডাকি করার চেয়ে তার জন্য একটা শুভ কামনা করাই ভাল মনে হয়। ২।

এখনো ক্রিকেট খেলায় বাইজি নাচের ব্যাবহারের সাথে Accustomed হইতে পারি নাই । খালি মনে হয়, ভাইরে এইডা তো আর আকবর বাদশার আমল না ... রঙ্গঘরে বাইজি নাচ নাচাব আর আমি সিংহাসনে বসে বসে মাতাল নয়নে "আস্রফি" ছিটাব। পুরুষের নারী লিপ্সা ও লোলুপতা তো মধ্যযুগ এর কাহিনি বলে ভাবছিলাম। তবে আমি নিজেকে ধিক্কার দিই ... ছি ছি ছি ... আমার মন এত ছোট ... আমি ক্রিকেট খেলার এই নৃত্য কে বাইজি নাচ বললাম ... ছি ... নৃত্য একটি শিল্প কলা ... এটা জাতির সভ্যতা সংস্কৃতির অংশ ...এর মাধ্যমে আমারা আমাদের জাতিকে তুলে ধরব ... তাতে যদি কোন পুরুষ মনরঞ্জিত হয় তবে তা একটি প্লাস পয়েন্ট । (TO BE CONTINUED ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.