আমাদের কথা খুঁজে নিন

   

Challenge to Einstein

Work, you’ll get the next preferred option তো ঘটনা এমন .... একবার আইনষ্টাইনকে এক লোক চ্যালেঞ্জ করলো সে আইনষ্টাইন থেকে পদার্থবিদ্যা বেশি বুঝে ....আইনষ্টাইন ভাবলো নেন সারছে এই লোক জানি কেডা তো কোন একদিন এক মিলনায়তনে আইনষ্টাইন এবং তার সাঙ্গ পাঙ্গ ওই দলের মোকাবেলা করার জন্য উপস্হিত হলো । প্রথম থেকেই বিপক্ষ দল দুনিয়ার সব আজগুবি প্রশ্ন করা শুরু করলো পদার্থ বিদ্যা নিয়ে আইষ্টাইন ভাবলো নেন সারছে আমিতো দেখি কিছুই জানিনা মন খারাপ করে বাড়ী ফিরে গেলো এবং তার কিছু লোককে বিপক্ষ দল সম্পর্কে খোজ নিতে পাঠালো । তারা ফিরে এসে যা শুনালো এতে আইষ্টাইন পুরাই পাগল হয়ে গেলো ""স্যার বিপক্ষ দল আসলে বাংলা বিভাগের ছাত্র ,সপ্তাহে একদিন, বছরে দুইদিন একটু পদার্থ বিদ্যা নিয়ে পড়াশুনা করে "" এ ঘটনার পর আইষ্টাইন কষ্টে দু:খে আর কোনদিন পদার্থ বিদ্যা নিয়া পড়াশুনা করেনাই অত:পর বাংলা বিভাগের ছাত্ররাই দেশে পদার্থ বিদ্যা শিক্ষা দিতে শুরু করিলো .......... কৃতজ্ঞতাঃ মাসুম বিল্লাহ via লালসালু(বিবাহিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।