আমাদের কথা খুঁজে নিন

   

যেদিকেই বেড়ে উঠি

আহসান জামান যেদিকেই বেড়ে উঠি, খেয়ালীর ভুল বাঁশি বাজে; আবারও শুরু করি যাপনের খড়িপথ, মাঠ-ঘাট-নদী। পথিকের সারসিমন, থৈ থৈ জলচোখ; নিমগ্নে ডুবপাখি ঠিক ভেবে; ভুল করি বেশী। ভুলের ভূগোলে থাকি। দু'চোখে তমাল রাত্রি, নির্ঘুম হাওয়ারা দল বেঁধে ওড়ে ধুসর স্বপ্নরা বাজি ধরে যাপনের খসড়া নিকাশ। যেভাবেই বেড়ে উঠি, পাপের বহরে ডুবি; হাত পেতে জড়ো করি বেদনামদির এক কালোপাহাড়। অসংখ্য করাঘাতে যে কপাট খুলে যায়, আমি তার অন্ধকার ঘ্রাণ; ক্রমশঃ ছিঁড়ে ফেলি আহত চলাচল, যেখানেই হাত রাখি, বেজে ওঠে করুণার সুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.