দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
আর্জেন্টিনার লেখিকা ভিক্তোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘনিষ্ঠ সম্পর্কের' কথা সর্বজনবিদিত। এ সম্পর্ককে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আর্জেন্টিনার পরিচালক পাবলো সিজার। 'থিংকিং অব হিম' নামের এ চলচ্চিত্রের কাহিনীতে ১৯২৪ সালে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা সফরের পাশাপাশি বর্তমান সময়কেও তুলে ধরা হবে। ইংরেজি, বাংলা ও স্প্যানিশ_এ তিন ভাষায় নির্মাণাধীন চলচ্চিত্রটি আগামী বছর বিশ্বব্যাপী মুক্তির ব্যাপারে পরিচালক সিজার আশাবাদী।
সিজার বলেন, '২০০৮ সালেই আমি ছবির প্রাথমিক কাজ (প্রি-প্রোডাকশন) শুরু করি।
তবে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের সময় এর কাজ শেষ করতে পারিনি। গবেষণাসহ অর্থায়ন সংস্থানের প্রক্রিয়ায় ধারণার চেয়ে বেশি সময় লেগে গেছে। ' তবে তিনি মনে করেন, রবীন্দ্রনাথের কবিতার আবেদন এখনো অনেক এবং তা চূড়ান্তভাবে প্রাসঙ্গিক। তাই তাঁকে নিয়ে নির্মিত চলচ্চিত্র নির্দিষ্ট একটি সময় মুক্তি পাওয়া না-পাওয়ায় কিছু যায়-আসে না।
১৯২৪ সালে রবীন্দ্রনাথ এক অনির্ধারিত সফরে আর্জেন্টিনায় যান।
ইউরোপ থেকে পেরুর পথে ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বুয়েনস এইরেসে যাত্রা বিরতি দেন তিনি। দুই মাসের সেই বিরতির সময় ওকাম্পো তাঁর সেবা করেন। তবে তার আগেই ১৯১৪ সালে আন্দ্রে গিদের অনূদিত রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ে মুগ্ধ হন ওকাম্পো। তখন তাঁর বয়স ছিল ত্রিশের ঘরে। এরপর তাঁর ৮৮ বছরের জীবনের লেখালেখিতে রবীন্দ্রনাথের প্রভাব ছিল অনেক।
দুজনের মধ্যে ছিল নিয়মিত পত্র যোগাযোগ। ওকাম্পোকে রবীন্দ্রনাথ 'বিজয়া' বলে চিঠি লিখতেন। ১৯২৫ সালে প্রকাশিত 'পূরবী' কাব্যগ্রন্থটি ওকাম্পোকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ।
আশা করা হচ্ছে, রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এর শুটিং হবে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, বুয়েনস এইরেস ও প্যারিসে।
সূত্র : বিবিসি।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।