যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি আজ অফিসে আশার সময় দেখলাম বাসে এক মহিলা বসে আছে কোলে তার চার মাসের শিশু। শিশুটির মুখভর্তি বড়বড় লাল টিউমার। চোখ দুটি ঢেকে গেছে। বাচ্চাটি কাতরাচ্ছে। মহিলাটা টি বাচ্চার চিকিতসার জন্য যাচ্ছে হাসপাতালে, কিন্তু সে জানেনা যে এর সঠিক চিকিতসা কোথায় হয়। তা দেখে খুব খারাপ লাগল। ফোন নম্বার চাইলাম, সে আমাকে দিল এবং সে বলল আপনার কি জানাআছে কোথায় ভাল চিকিতসা হয়? আমি বললাম না, তবে দেখি কি করা যায়। আসলে কি করা যায় বুঝতে পারছি না।কারণ এই সংক্রান্ত কোন কিছুই আমার জানা নাই। আমি মহিলার ফোন নম্বারটি দিচ্চি যদি আপনাদের কোন কিছু জানা থাকে তবে তাকে যদি একটু সাহায্য করেন তথ্য দিয়ে বা কোন এনজিও সাথে যোগাযোগ করে বা অন্যকোন উপায়ে যদি ক্ষমতা থাকে একটু হাত বারিয়ে দিবেন কি? মহিলার নম্বর - ০১৯২৩৮৪৫৬১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।