আমি পল্লি উদাস পল্লি বেতাল ছেলে আত্ম ভুলে আনন্দ পাই পল্লি কোলে ভাল লাগে না বন্দি থাকা একা নিবাসে ইচ্ছে মত উড়াই ঘুড়ি নীল আকাশে । চুপে থাকি কূজন কোথায় যায় শোনা- গুললি ছুড়ে ভেঙে দেব পাখির ডানা । আমার যে- সবার বাড়ির ফুল তলা কুঁড়ায়ে আনি ওঠার আগে ফুল বালা স্বাদ যে সবি পল্লি মায়ের লিচু-আমে নিশাচর আমি,পরিচিত- গেছ নামে । সবার আগেই তুলে আনি পদ্ম লাল দুপুরে হয় আমার- খেলার বিকাল দুষ্টমির কোন শেষ নেই;দুষ্টে ঘেরা- আমার পল্লি মাঠ আমার লেখা পড়া...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।