ভিয়েতনামের এক ব্যক্তির দেহ থেকে ৯০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। ৩১ বছর বয়সী নুগুয়েন ডুই হাই এর দেহে ১২ ঘণ্টা অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করা হয়।
৫ জানুয়ারি বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির ফরাসী-ভিয়েতনাম হাসপাতালে বিশাল আকৃতির টিউমারটি জটিল অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন মার্কিন শল্য চিকিৎসক ডা: ম্যাক-কে ম্যাকিনন। টিউমার অপসারণে তার অনেক খ্যাতি রয়েছে।
ইতিপূর্বে এই অভিজ্ঞ শল্য চিকিৎসক রোমানিয়ার এক মহিলার দেহ থেকে ৮০ কেজি ওজনের টিউমার অপসারণ করেছিলেন।
বৃহস্পতিবারের অস্ত্রোপচারটি ছিলো চিকিৎসকের নিজের করা রেকর্ড ভাঙ্গা। চিকিৎসার জন্য তিনি কোনো অর্থ নেননি। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের আর্থিক অনুদানে নুগুয়েনের চিকিৎসা হয় বলে জানায় হাসপাতাল সূত্র। নুগুয়েন দেহে টিউমারটি বেড়ে উঠেছিলো ১৭ বছর বয়সে।
টিউমারটি তার ডান পায়ে বড় হতে থাকে। টিউমারটি বৃদ্ধি পেতে পেতে ৩১ বছর বয়সে নুগুয়েনের ডান পা ঢেকে ফেলে। তখন এর ওজন দাড়ায় ৯০ কেজি। টিউমার নুগুয়েনের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছিলও। সে ঠিক মত ঘুমাতে পারতো না।
হাটা চলা করতে পারতো না।
নুগুয়েনরা ভিয়েতনামের এক পাহাড়ি অঞ্চলের বাসিন্দা ছিলো। অস্ত্রোপচারে জন্য তারা রাজধানী হোচি মিনি সিটিতে চলে আসে। অস্ত্রোপচার সফল হওয়া তারা আনন্দে কেঁদে ফেলে। সূত্র ইন্টারনেট সূত্র এই লিংকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।