আমাদের কথা খুঁজে নিন

   

ছি: তামিম ছি: !!!

.....আউট হওয়ার পর একটু সময় নিয়ে উইকেট ছাড়ছিলেন ফয়সাল। সেটা দেখে তাঁকে উদ্দেশ করে ভিক্টোরিয়ার ড্রেসিংরুম থেকে চিৎকার করতে থাকেন ক্লাবটির গভর্নিং বডির নতুন চেয়ারম্যান লুৎফর রহমান। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা আশরাফুল তখন আম্পায়ার আনিসুর রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ব্যাপারটা কোনো কারণে সহ্য হয়নি ভিক্টোরিয়ার তামিম ইকবালের। শর্ট মিড উইকেট থেকে একরকম মারমুখী ভঙ্গিতে তেড়েই যান আশরাফুলের দিকে।

দুই আম্পায়ারের সঙ্গে তখন ভিক্টোরিয়ার অধিনায়ক সাকিব আল হাসান এবং আরও দু-একজন খেলোয়াড় তামিমকে নিবৃত্ত করেন। খেলা বন্ধ থাকে মিনিট চারেক। তামিমের অভিযোগ, আশরাফুলই নাকি তাঁকে আগে গালি দিয়েছেন, ‘আশরাফুল ভাই আম্পায়ারের কাছে বাদল (লুৎফর রহমান) ভাইয়ের ব্যাপারে উল্টাপাল্টা বলছিলেন। আমি তখন কাছে গিয়ে বলি, আপনি এ রকম করছেন কেন। খেলার মাঠে এ রকম হয়ই।

তখন উনি (আশরাফুল) আমাকে গালি দেন, আমিও গালি দিই। ’ আশরাফুলসহ ওই সময়ে আশপাশে থাকা অন্যদের দাবি, গালাগালের পর্বটা শুরু করেছিলেন তামিমই। ‘ও (তামিম) এসে আমাকে বলে, আপনি এ নিয়ে কথা বলার কে? আমি বলি, আমি বলব না তো কে বলবে? তখন ও আমাকে বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে। আমাকে নাকি মেরে ফেলবে...। সাকিব এসে সরি বললেও তামিম বলছিল, সরি বলার কী আছে? কেউ সরি বলবি না’—ঘটনার বর্ণনায় বলেছেন আশরাফুল।

..... তামিম সিনিয়রদের সম্মান করতে শেখ........এটুকুই বলতে চাই...... বিনয় মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়..... টেন্ডুলকার- সাঈদ আনোয়ার আরো নাম বলবো ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।