আমি উঠে এসেছি সৎকারবিহীন 1.
মিনিটের কাঁটার কাছে ভীষণ সস্তাদরে আমরা বিকিয়ে দিচ্ছি সময়;
মাঝরাত্তিরে এই অনাবাসিক রাস্তায় দালানকোঠারগুলোর প্রবেশদ্বার বন্ধ হবার আগেই।
নব্য ভবঘুরে নয়;
এখন সতর্ক বেড়ালদের ডাক শোনা হবে,
বিলাসবহুল আলোকসজ্জাদের মৃত্যুবিষয়ক অভিযোগ শোনানো মাত্র।
2.
পেইন্টব্রাশ কিংবা ছুরি...
শান দেয়া হচ্ছে ধাতব কোনকিছুতে;
অথচ স্বীকারোক্তিতে বলছ যে তারপিনে ভিজিয়ে নিচ্ছো পেইন্টব্রাশ।
3.
আমি ছিলাম সেই পর্যায়ে মাতাল যখন আপনি পাশে বসা বন্ধুর দিকে হঠাৎ ফেরেন এবং বলে ওঠেন যে তার চেহারা খানিকটা আপনার প্রাক্তন প্রেমিকার মতোন দেখায়।
4.
সুখী মানুষেরা হাত তুলুন...
উপস্থিতির জানান দিন।
প্রত্যেকের কপাল বরাবর একটি করে গুলি করা হবে।
5.
"আলোর কার্নিশে জমে দিন,
রাতের নিশাচর নিঃশ্বাসে মেশে মদ।
আজো মাতাল আমি, পথভ্রষ্ট কবি। "
-অলস সময়ের পাড়ে
6.
আমরা কেঁপেছিলাম প্রবল বাতাসে, আকাশ থেকে ঝরেছিলো সহস্র পোড়া মৃত লাশ। অসভ্য দুর্যোগে আছড়ে পড়া ধোঁয়াটে আবছা সেই সকালে আমরা দুঃস্বপ্ন আওড়ে ক্ষমা চেয়েছিলাম মৃত্যুর কাছে।
কংক্রীটের ধ্বংসস্তুপের আড়ালে, ফাঁক ফোকরে তল্লাশী চালিয়ে যাচ্ছিলো তিরিশ ডিগ্রি ফারেনহাইট। কর্কশ অশ্রুতে ভিজে যাওয়া দু'চোখে প্রতিশ্রুতি খুঁজেছিলাম নীরব সূর্যাস্তের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।