আমাদের কথা খুঁজে নিন

   

গণিতের শর্টকাট ফর্মুলার (Short Cut Math Techniques) অসাধারন বাংলা বই । (বিসিএস, আইবিএ(IBA)-এমবিএ(MBA), বিআইবিএম-এমবিএম, ঢাবির ইএমবিএ , জিম্যাট(GMAT) এবং জি আর ই(GRE) ভর্তি প্রস্তুতির ছাড়াও যে কোন প্রতিয়োগিতামূলক পরীক্ষার প্রস্ততির জন্য )

বিসিএস,পিএসসি, ব্যাংকার্স রিক্রুটম্যান্ট, শিক্ষক নিয়োগ, বিভিন্ন মন্ত্রনালয়ে সরকারি জব , আইবিএ(IBA)-এমবিএ(MBA), বিআইবিএম-এমবিএম, ঢাবির ইএমবিএ , জিম্যাট(GMAT) এবং জি আর ই(GRE) ভর্তি প্রস্তুতির ছাড়াও যে কোন প্রতিয়োগিতামূলক পরীক্ষার প্রস্ততির জন্য গনিতের শর্ট কাট নিয়মের (Short Cut Math Techniques) অসাধারন বাংলা বই । বিশ্বাস না হলে ! সামান্য কিছু কিলোবাইট খরচ করে যে কোন একটা বই ডাউনলোড করে দেখুন । বই গুলো দেখার পর আপনি "অসাধারন" কথাটা বলতে বাধ্য হবেন । কারন এই বই গুলো বাজারের কোন বইয়ের সাথে মিল নাই। এখানে শুধু ইম্পরট্যান্ট অংক গুলো দেওয়া আছে।

আপনি মনে মনে যেভাবে নোট করতে চেয়েছিলেন , বইটা ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। এই বইগুলোতে প্রশ্নের স্বাভাবিক নিয়মে সমাধান ও পাশাপাশি শর্ট কার্ট নিয়মও দেওয়া আছে। এবং সূত্র গুলোর মনে রাখার টেকনিক দেওয়া আছে। এখন যে কোন জটিল অংক আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। বিনা পয়াসার বইয়ের জন্য এত অ্যাড করা লাগেনা তবু আমি করছি কারন আমি মানুষের উপকারের জন্যই চাকরি -বাকরি বাদ দিয়ে এত কষ্ট করে বইটা তৈরি করেছি ........এখন মানুষ যদি ডাউনলোডই না করে তাহলে সে উপকৃত হবে কিভাবে।

যে কোণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অংক গুলো আসে তা মোটামুটি সহজ অর্থাৎ স্কুল লেভেলের , কিন্তু এই অংক গুলো সমাধানের জন্য অধিকাংশের কমপক্ষে ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই অংক করারা জন্য আপনি সময় পাবেন মাত্র ৩৬ সেকেন্ড (প্রশ্ন পড়াসহ)। এখন এই অল্প সময়ে অংক সমাধানের জন্য নিজস্ব কোন শর্টকাট টেকনিক ফলো করতে হবে। না হয় সেই সব অংক নির্দিষ্ট সময়ের মধ্যে করা প্রায় অসম্ভব। অংক প্র্যাকটিস করতে করতে যে কেউ কোন না কোন ফর্মুলা বের করতে পারবেন , কিন্তু আমাদের এই ব্যাস্ত জিবনে সেই সব ফর্মুলা বের করার মত সময় কই? তাই সেই সব ব্যাস্ত মানুষের জন্য আমার এই বই।

নোটঃ যে কোন Critical অংক সমাধান দেখলে পারা যায় , কিন্তু পরীক্ষার হলে পারা যায় না , তাই যাদি এই সকল সূত্রগুলো পারেন,তবে পরিক্ষার হলে ইনশাল্লাহ আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না। তবে অংকের ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই । তাই এখান থেকে নিয়ম বা ফর্মুলা গুলো মুখস্থ করে S@ifur`s জব গাইড থেকে বিভিন্ন ব্যাংকের প্রশ্ন গুলো সমাধান করতে থাকুন ...... তাহলে চাকরীর পরীক্ষায় আপনাকে আর কেউ আটকাতে পারবে না । সবার কাছে একটাই অনুরোধ থাকবে, বইগুলো না পড়ে কোন কমেন্ট করবেন না । আর এই বই গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় আপনার ফেসবুকে শেয়ার করবেন , এতে করে আপনার বন্ধুদেরও উপকারে আসবে ।

Short Cut Math Techniques * Short Cut Arithmetic Techniques .pdf Download link: http://www.mediafire.com/?mqxjw643n846sm8 * Geometry Short Techniques And Formulas full .zip Download link: http://www.mediafire.com/?k955kixavwqyi6k * Algebra Short Techniques And Formulas .pdf Download link: http://www.mediafire.com/?rg0615j4w84u135 মোবাইল দিয়ে পড়ার জন্য নিচের এই বইগুলো ডাউনলোড করুনঃ এই বই গুলো মোবাইল স্ক্রীন ভার্সনে তৈরী । মোবাইল দিয়ে বই পড়ার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারে ও বই পড়ার পদ্ধতি সম্পর্কে জানতে হলে নিচের লিংকে ক্লিক করুন ...। Click This Link Mobile Version e-books * Algebra Short Techniques And Formulas (mobile version).pdf Download link: http://www.mediafire.com/?b2747izt4fn9300 * Arithmetic ShortCut Techniques (mobile version).pdf Download link: http://www.mediafire.com/?gcp7ecvmogr4of9 * Geometry Short Techniques And Formulas (mobile version).pdf Download link: http://www.mediafire.com/?dpc3b0z3z3cxt2b এই বই গুলো আপনাদের ডিজিটাল জীবন কে আরও সহজ করে দিবে আশা করি। আমার পরিশ্রম আপনাদের বিন্দুমাত্র কাজে লাগলেও আমি স্বার্থক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।