আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি সহ ৪০০ কর্মচারির ৫ মাসের বেতন বকেয়া রেখে পালিয়ে গেল ভারতীয় ব্যাবসায়ি।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ আমাদের নেতাদের মত সাংবাদিকরাও পক্ষপাতিত্ব্য করায় সাধারণ মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশ এবং দশের স্বার্থের খবর ফলাও করে না ছাপিয়ে আশরাফুল আর তামিমের ঝগরাকে উস্কিয়ে দিয়ে ক্রিকেট দলে ফাটল ধরাচ্ছে। আজ দুপুর থেকে 'ইয়াহু নিউজ' একটি খবর বিশেষ ভাবে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করলেও আমাদের সাংবাদিক বন্ধুদের সেটা নজরে আসছে না, ফলে দেশি মিডিয়ায় খবর যাচ্ছে না এবং জবাবদিহিতা করা হচ্ছে না কতৃপক্ষের। দুবাইয়ের একটি ষ্টিল কম্পানির ভারতীয় মালিক 'জুসেফ ডি'সোজা' তার কম্পানি চালাতে না পেরে একমাস যাবৎ গা ঢাকা দিয়ে ভারতে গিয়ে আত্ব্যগোপন করে।

ফলে উল্লেখযোগ্য সংখক বাংলাদেশি সহ ৪০০ জন কর্মচারি তাদের পাঁচ মাসের বকেয়া বেতন না পেয়ে অসহায় ভাবে মানবেতর জিবন যাপন করছে। এমনকি তাদের ভবিষ্যত এখন অনিশ্চিত। কম্পানি না থাকায় তাদের আর সে দেশে রাখা হবে না। ফলে কষ্ট করে খরচ করে বিদেশে যাওয়াটাই তাদের জিবন ধ্বংসের কারণে পরিনত হচ্ছে। তাদের পক্ষ থেকে কর্তব্য পরায়ণ ব্যাক্তিরা যথাযথ ভূমিকা রাখলে তাদের দুবাইতেই অন্য কম্পানিতে চাকরির ব্যাবস্থা করা যেত।

এমনকি কুটনৈতিকের মাধ্যমে উক্ত ব্যাক্তিকে পাকরাও করে বকেয়া বেতনও আদায় করা সম্ভব হতো। ---------------------------------- এই ধরনের ছোটাখাট অনেক ঘটনাই আমাদের মিডিয়ায় স্থান পায় না, তাই এই ধরণের খবর কারো নজরে আসলে ব্লগে প্রকাশ করাটাকে সমস্ত ব্লগারের দায়িত্ব মনে করি। লিন্ক Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.