আমি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। ওয়েবসাইটটা হবে ডিজাইন রিলেটেড সাইট। ওয়েবসাইটটি হবে অনেক এক্রক্লুসিভ। তাই কি ধরনের করলে ভাল হবে জানাবেন। =ওয়েবসাইট সাধারনত কত ধরনের হয়? =ডট কম পেতে হলে কি করতে হয়? =গুগল ব্রাইজারে প্রথমে পেতে হলে কি করতে হয়? =নিজে মেইনটেন করতে পারব নাকি ওপারেটর দ্বারা মেইনটেন করতে হবে। =অন্য কেই আমার সাইটে আইডি খুলতে পারবে কিনা? =ইয়াহু ফেইসবুক এর মত হলে কি করতে হবে আর ও ডেস্ক বা ফ্রিল্যান্সিন সাইটের মত হলে কি করতে হবে? =নিজে নিজে আপডেট করতে পারব কিনা? এই সব বিষয়ে কোন ব্লগার বা টেকি ডাক্তারদের কাছে লিংক থাকলে জানাবেন। বিস্তারিত তথ্য যদি থাকে তাও জানাবেন। অথবা কোন উপায়ে জানা যাবে তা যদি কারও জানা থাকে শেয়ার করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।