স্থাপত্য : বিদ্যুৎ উপাদনের স্লুইস গেট? উপর থেকে যেমন দেখা যায় বাধের দুই পাশে: বাঁধে পানি পূর্ন করার পরের ছবি (উপর থেকে) বাঁধের দুই ধারের পরিবেশের বিপরীত পতিক্রিয়া NASA Satellites Watch as China Constructs Giant Dam: (বাঁধটি তৈরির কাজ আরম্ভ হওয়ার (১৯৯৩) পর থেকে NASA এর উপগ্রহ বিভিন্ন সময়ে [১৯৯৩-২০১০] ছবি তুলে তা দ্বারা একটি সিমুলেশন তৈরি করেছে যেখানে দেখা যাচ্ছে কিভাবে বাঁধ সংলগ্ন পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে) Click This Link আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে ? না সেটি যন্ত্র দানব আমেরিকা, ফ্রান্স বা বিলেতে না। এটি হচ্ছে উদিয়মান অর্থনৈতিক সুপার পাওয়ার চিনে। ২৩০৯ দশমিক ৪৭ মিটার দীর্ঘ এই বাধটির নাম হচ্ছে Three Gorges Dam, যেটি হুবেই প্রদেশের ইলিং জেলার, সেন্দৌপিং নামক স্হানে অবস্হিত। মূলত ঐ এলাকায় অবস্হিত ৩ টি গর্জ বা ক্যানিয়ন (দুই ধারে সু-উচ্চ পর্বত দ্বারা বেষ্টিত সমতল) Qutang, Wu Xia, and Xiling হতে Three Gorges নামটির উৎপত্তি। যদিও ৩ টি লক্ষ নিয়ে এই জলদানব বাধটি তৈরি করা হয়েছে: ১) বিদ্যুৎ উপাদন ২) বন্যা নিয়ন্ত্রন ও ৩) নৌ-চলাচল কিন্তু প্রধান উদ্দেশ্যটি হল বিদ্যুৎ উপাদন। বাধের কিছু বৈশিষ্ট্য: বাধের উচ্চতম বিন্দুটির উচ্চতা: ১৮৫ মিটার সমুদ্র সমতল হতে বাধের উচ্চতা: ১৮৫ মিটার বাধের সর্বোচ্চ পানি ধারন ক্ষমতা (লক্ষ বিন্দু) : ১৭৫ মিটার জলাধারের আয়তন: ২২ দশমিক ১৫ বিলিয়ন ঘনমিটার বিদ্যুৎ উপাদন ক্ষমতা : ২০,৩০০ মেগাওয়াট/দিন (বাংলাদেশের বর্তমান উৎপাদিত বিদ্যুৎতের ৬ গুন)বর্তমান টারবাইন সংখ্যা: ২৯ টি (প্রতিটি ৭০০ মেগাওয়াট ক্ষমতার) (ভবিষ্যতে ৩২ টিতে উন্নিত হবে) প্রতিটি টারবাইনার ওজন: ৬০০০ টন ছবিগুলোর জন্য কৃতজ্ঞতা : গুগল মামা, NASA, উইকি মামা তথ্য সুত্র: ৩ গর্জেজ কতৃপক্ষ (Click This Link) আপনাকে ধন্যবাদ ব্লগটি পড়বার জন্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।