মহান পুরুষ নিয়ে লেখার কি আছে। গত ঈদের কয়েকদিন আগে গ্রামে গিয়ে যাত্রা দেখার সুযোগ হলো। সুযোগ বলেত এক বন্ধুর অনুরোধে দেখতে গেলাম যাত্রা পালা। ভাবলাম, গ্রামীন ঐতিহ্য দেখা দরকার। শহরবাসী হয়েছি বলে কি দেখা যাবেনা নাকি।
টিকিট কেটে ভিতরে ঢুকতে ঢুকতেই শুরু হয়েছে নাচ গান। বসে নাচগান দেখতে লাগলাম। যাত্রা আর শুরু হয়না। প্রথমে কাপড় চোপড় পরে নর্তকীগন মঞ্চে আসেন। তারপর এক একে...।
মধ্যরাতে যাত্রা পালা শুরু হলো। দর্শকদের প্রবল প্রতিরোধের মুখে কমলার বনবাস নামক একই যাত্রাপালার ১ম অংক শেষ হলো। তারপর দর্শকদের দাবীর প্রেক্ষিত আবারো নাচগান। এবার পোশাক হলো আগের বার যা পরে তাহারা মঞ্চ ত্যাগ করেছিলেন সেটাই। যাত্রা কতৃপক্ষের চোখের আড়ালে নিজের মোবাইলে ধারণ করা কিছু স্থির চিত্র।
সঙ্গে একটা ভিডিও ফ্রি দেবো যদি আপলোড করতে পারি। আপনাদের এই অপার আনন্দ থেকে বঞ্চিত করতে পারলাম না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।