আমাদের কথা খুঁজে নিন

   

পুঁথিপাঠের প্রস্তাবনা

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব তারপর বসন্ত, যাবে? ঘর না থাকার একটি শিল্পানুকূল ভাবালুতা আছে, চতুর্মাত্রিক বায়স্কোপের দরোজা পেরুলেই সিঁড়িগুলো কেবল আকাশপ্রবণ। সামগ্রিক নিমগ্নতাকে চৈত্রের রোদে শুকিয়ে পাঁজরবন্ধী করা গেলে ভোলগা তীরবর্তী বোশেখের অগ্রিম ব্যয়সংকোচন নীতি আমলে নিয়ে অতি দীর্ঘ পাললিক পরিব্রাজন অসম্ভব কিছু তো নয়। আমরা পারবো, বিশ্বব্যাংকের মলাটে এ মৌসুমে কৃষ্ণচূড়ার বাজেটেও পর্যাপ্ত শুল্কমুক্ত ভর্তুকির আশ্বাস পাওয়া গ্যাছে হরপ্পার চাঁদে প্রত্নতান্ত্রিক সেতু নির্মাণে। মার্কিন ড্রোনের সাথে আপোষ করে নিলে নো-ম্যান্স ল্যান্ডের প্রাগৈতিহাসিক কাঁটাতার থাকে না আর। পাখিদের পাসপোর্টে পৃথিবীর প্রচুর ফুলে-ফলে সাম্রাজ্যবাদী আগ্রাসনে জাতিসঙ্গও তর্জনী দেখাবে না, এমন গ্যারান্টি ছিল দাতাগোষ্ঠী কোকিলদের। অতএব, এই শিল্পানুকূল ভাবালুতার প্রসবকালীন যাবতীয় যন্ত্রণাকে আপাতত কটকটি-অলার কাছে কেজি দরে বিক্রি করে খুচরো সঞ্চয়টুকুও আঁচলের খুটে নাও। কাঁধ-ব্যাগে বাস্তুভিটাসহ আমি রেডি, যাবে তো? ৩১/০৩/২০১৩ইং বেলকম, সাউথ আফ্রিকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।