Click This Link
ইন্টারনেট সার্চ ইঞ্জিনে রগরগে যৌনতা বিষয়ক অর্থাৎ ‘সেক্স’ সম্পর্কিত বিষয়াদির অনুসন্ধানে পাকিস্তান দুনিয়ার আর সব দেশকে টেক্কা দিয়ে এবারও ১ নম্বরে আছে।
উল্লেখ্য, পাকিস্তানে বর্তমানে ২০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী আছেন এবং এ সংখ্যা প্রতিদিন পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
এর আগে ফক্স নিউজের ২০১০ সালের তৈরি এক রিপোর্টে পাকিস্তানিরা পর্ণোগ্রাফি সম্পর্কিত বিষয়াদির অনুসন্ধানে অন্য সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করে। এরপর ২০১১ তেও সেই ``মর্যাদা`` কৃতিত্বের সঙ্গে ধরে রাখে পাকিস্তান। তাদের পরেই আছে ভিয়েতনাম ও ভারত।
এক জরিপে দেখা যায়, সদ্য অতীত হওয়া ২০১১ সালের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দুনিয়ার `শীর্ষ দশ পর্ণো সন্ধানী শহরের` শীর্ষে ছিল।
এটা তো হলো ‘বড়ে মিয়া’ অর্থাৎ রাজধানী বা বড় শহর ইসলামাবাদের অবস্থান। ‘ছোটে মিয়া’ অর্থাৎ প্রাদেশিক শহর লাহোরও কিন্তু মর্যাদায় খুব একটা পিছিয়ে নেই। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিলে, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে লাহোর শীর্ষ দশ শহরের মধ্যে ছিল।
শুধু ফেব্রুয়ারি আর আগস্ট মাসে পাকিস্তানের কোনও শহরই পর্ণো সার্চে আন্তর্জাতিক শীর্ষ তালিকায় পৌঁছাতে পারেনি।
এর মধ্যে আগস্ট ছিল মুসলমানদের সংযম পালেনের পবিত্র রমজান মাস।
তবে মার্চে পর্ণো সার্চে তাদের পিছিয়ে পড়ার কারণ জানা যায়নি।
জানা গেছে, এ ধরনের তালিকা তৈরির ক্ষেত্রে গুগল অনুসৃত পদ্ধতিতে প্রতিটি সার্ভার লগের আইপি অ্যাড্রেসকে বিবেচনায় নেওয়া হয়, যাতে নির্দিষ্ট কোনও বিষয়ে অনসন্ধানটি (সার্চ) কোথা থেকে করা হচ্ছে তা নির্ধারণ করা যায়।
দেশ ও শহর হিসেবে শীর্ষ দশ
পর্ণো সার্চ র্যাংকিংয়ে দেশ ও শহর হিসেবে শীর্ষ দশটি দেশ ও শহর হচ্ছে যথাক্রমে-
দেশ: পাকিস্তান, ভিয়েতনাম, ভারত, মিশর, মরক্কো, ইনন্দোনেশিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড, তুরস্ক ও ফিলিপাইন।
শহর: ভিয়েতনামের রাজধানী হ্যানয়, ভারতের রাজধানী নয়াদিল্লি, ভারতের ব্যাঙ্গালোর, ভারতের চেন্নাই, ভিয়েতনামের হো চি মিন সিটি, ভারতের চলচ্চিত্র ও বাণিজ্যনগরী মুম্বাই, মিশরের রাজধানী কায়রো, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।