আমি এক স্বপ্ন ভোলা ব্যস্ততার এই বিশ্বে ভার্চুয়াল জগতে হলেও পরস্পরকে কাছে আনার জন্য যাত্রা শুরু হলেও এখন সেই ফেইসবুকই হয়ে উঠেছে বিচ্ছেদের কারণ। যুক্তরাজ্যে গত বছর অর্থাৎ ২০১১ সালে যতগুলো বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে, তার এক-তৃতীয়াংশের সঙ্গে ফেইসবুকের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আইনি প্রতিষ্ঠান ‘ডিভোর্স অনলাইন’। বিচ্ছেদের বিষয়ে আইনি পরামর্শদানকারী এই প্রতিষ্ঠানের তথ্যের উদ্ধতি দিয়ে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল এ নিয়ে শনিবার একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হয়েছে, বিচ্ছেদের সঙ্গে ফেইসবুকের সম্পর্ক আগের দুই বছরের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। ডিভোর্স অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক মার্ক কিনান ডেইলি মেইলকে বলেন, “পুরনো বন্ধু ও সামাজিক যোগাযোগের জন্য ওয়েবসাইট ফেইসবুক জনপ্রিয়তম মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই নির্দোষভাবেই হয়তো পুরনো বন্ধু কিংবা সঙ্গীদের সঙ্গে মেসেজ বিনিময় করেন। আর এটাই বর্তমানে জীবনে বিচ্ছেদ ডেকে আনছে।” তিনি জানান, গত বছর তার প্রতিষ্ঠান ডিভোর্সের যে ৫ হাজারটি আবেদন নিয়ে কাজ করেছেন, তার ৩৩ শতাংশেই ফেইসবুক ছিলো বিচ্ছেদের আবেদনকারীরা প্রমাণ। বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে ফেইসবুকের চ্যাট ও মেসেজ এখন প্রমাণ হিসেবে ব্যবহার হচ্ছে জানিয়ে কিনান এই জন্য ফেইসবুক ব্যবহারকারী সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।