আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল এখনও রাত নামেনি সন্ধ্যের আঁচলে ফোঁটা ফোঁটা বৃষ্টি আজ খুব ভিঁজলাম ওই জলে এতো হিম চারদিকে ছড়ানো তাও কাঁপুনী আসেনি আজ খুব ইচ্ছে করছিলো একটু জ্বর আসুক কেউ ভাবনায় আমাকে রাখুক চিন্তার রুমালে ভাঁজ করে কি ভীষণ স্বার্থপর আমি ! তাই না ? আজ চারদিকে মন ভালো করা সময় নতূনের জন্যে কি বিশাল আয়োজন ! পুরোনো বড়োই নিঃস্বার্থ ছেড়ে দেয় স্থান , চলে যায় অতীতের শেকড়ে আচ্ছা আর কতো পুরোনো হলে আমিও অতীত হবো ? মাঝে-মধ্যে তো কেউ না কেউ একটু হলেও মনে করবে এই যেমন আমি ভাবছি সেই পুরোনো দিনের প্রিয় স্মৃতিগুলো এবং প্রিয়মুখ সবুজের গালিচায় শুয়ে নীল আকাশের দিকে হাত বাড়িয়ে একদিন আমিও ছিলাম সেখানে আমার বড়ো অতীত হবার শখ কিংবা ইচ্ছেও বলতে পারো... সবাইকে নতূন বছরের শুভেচ্ছা...ভালো কাটুক ঘাত-প্রতিঘাতে...বাধা-বিঘ্নে...সকল কিছু পার করে আবার একটি সুন্দর বছর আসুক...আশা নিয়েই তো বেঁচে থাকি আমরা...আশাহীন মানেই মৃত্যু..."কিন্তু মরিতে চাই না আমি এ সুন্দর ভূবনে..."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।