লেনা দেনা - যাযাবর জীবন কিভাবে ভালোবাসলে? সোনার কাঁঠি ছোঁয়ালে পদতলে রুপোর বাঁশি বিষাদ সুরে অবহেলার নিষ্ঠুর অট্টহাসি লজ্জায় মুখ লুকোয় হো হো ঝড়ের তাণ্ডব ঘন কুয়াশা হয়ে জ্যোৎস্না কাঁদে নীলাভ হয় না আকাশের তারা মিটমিট করে তাকিয়ে দেখে লজ্জায় মুখ লুকোয় মেঘের আড়ালে তোমার তীব্র ভালোবাসার স্বরূপ দেখে আসলে কিভাবে ভালোবাসলে? তারা বুঝলো না; আমি বুঝেছি, খুব ভালো করে ছিল যে মনেতে প্রেমের সাধ ধুতুরার বিষের চেয়ে মিঠে কড়া স্বাদ মৌমাছির হুলে মধু চেখেছি তোমার ফুটন্ত কামনার কড়াইয়ে মাখামাখি ভালবেসেছি। কি দাও নি আমায় তুমি? ভালোবেসে; কয়লার অঙ্গার ঢেলেছ গায়ে ফোস্কা পড়েনি তোমার মনের মত পুড়ে ছাই হয়ে গেছে তীব্র ভালোবাসার দহনে গ্রীষ্মের রৌদ্র দাহে মাঠে ফেলে দিয়েছ গা জুড়ানো তপ্ত-বালুর লু হাওয়া শিমুলের রঙ দেখো নি তুমি দেখিয়েছ আমায়, হল্কা আগুন লাল আমার কঙ্কাল দেহের ডালে ডালে শিমুল ফুটিয়েছ, খুব ভালো; কাঠঠোকরার নিষ্ঠুর ঠোকর ক্ষয়ে যাওয়া রক্তাক্ত হৃদপিণ্ডে, মন জুড়ালো; চরম ভালোবাসার প্রকাশ? সে যাই হোক তবু মন থেকে একবারও করলে না ক্ষমা; সয়ে যাচ্ছি সবই আজ প্রাণ হীন দেহে অবিচ্ছিন্ন ভাবে ভালোবাসার আবেগে এখনো তোমাকে; আবার কোনো একদিন শুনবো ভেবে তোমার মাতানো কথাকলি, ভ্রমরের গুঞ্জনে হয়তো অনুতাপের লজ্জায় পলাশ রাঙা হবে আর নয়তো চুকে যাবে মৃত্যুর সাথে সাথে অপরিণামদর্শী ভালোবাসার সব লেনা দেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।