(প্রিয় টেক) আজ থেকে একবছর আগে বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা নিকন ভি১ এবং যে১ নামের দুইটি ক্যামেরার মাধ্যমে মিররলেস ক্যামেরা দুনিয়ায় প্রবেশ করে। আর এর মধ্যেই প্রতিষ্ঠানটি তার ভি১ এর উত্তরসূরি ভি ২ বের করেছে। ভি১ এর মত ভি ২ তে ১২০০ এফপিএস স্লো-মোশন ক্যাপচার সুবিধা রাখা হয়েছে, ৩" এলসিডি ডিসপ্লে, উচ্চ-রেজ্যুলুশনের (১.৪ মিলিয়ন ডট) ইলেকট্রনিক ভিউফাইন্ডার এবং ১০৮০/৩০পি এবং ১০৮০/৬০ আই ভিডিও ক্যাপচার সুবিধা থাকছে। ভি২ সংস্করণটি শুধুমাত্র সাদা অথবা কালো এই দুই রঙ্গে বের হবে বলে উল্লেখ করেছে নিকন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।