শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়ে ২০১১ ইংরেজী সনটা বেশীরভাগ মানুষের জীবনের কঠিনতম সময় পারকরেছে বললে ভুল বলা হবেনা। আমরা সাধারন মানুষ বিশ্ব সম্পর্কে কতটুকুইবা জানি? কতটুকুইবা বুঝি! কিন্তু নিজ দেশ সম্পর্কে মোটামুটি সচেতন নাগরিকেরাই উপলব্ধি করি-আমাদের দূর্বিশহ জীবনের কথা।
গুপ্তহত্যা, রাহাজানি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ইত্যাকার দুঃসংবাদ বাংলাদেশের জনজীবন সম্পর্কে দুরবস্থার এক ভীতিকর চিত্র অংকন করে চলেছে প্রতিদিন। তদুপরি, ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা, প্রতিহিংসা, জিঘাংসা ও নির্বিচার রাস্ট্রীয় সম্পদ তথা জনগনের সম্পদ লুটপাট দেশটিকে এক প্রগাঢ় অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের প্রতিষ্ঠানসমূহ গড়ে উঠছে না, বরং ভাঙ্গছে; শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত শিক্ষার বদলে মিলছে কুশিক্ষা।
সভ্যতার বদলে অসভ্যতার বিষবৃক্ষ দ্রুতগতিতে বেড়ে উঠছে। চারদিকে শুধু জমাটবদ্ধ হতাশা আর ভয়ের হাতছানি। তবু, মাঝে-মধ্যে ভারী অন্ধকার মেঘ ভেদকারী সূর্যরশ্মির মতো খণ্ড খণ্ড খবর আমাদের মনে আশার আলো জাগিয়ে তোলে। তখন মনে প্রতীতি জন্মায় যে এই তমসা একদিন কেটে যাবে নিশ্চয়। দেশটি একেবারে তলিয়ে যাবে না।
একদিন ঠিকই সব অন্ধকার কাটিয়ে আলোর দেখা মিলবে; আমরা একটা সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ কায়েম করতে সক্ষম হব। ফলত, সামাজিক-সাংস্কৃতিক জীবনে আসবে নবজাগরণ। ২০১১ ইংরেজী বর্ষের কলুষতা কেটে গিয়ে সবার জীবনে সুন্দর হয়ে আসুক ২০১২ ইংরেজী নব বর্ষ।
সবাইকে ২০১২ ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।