আমাদের কথা খুঁজে নিন

   

পেস বোলার শাহাদাত হোসেন কে নিয়ে কিছু কথা

সকল অনিয়মের বিরুদ্ধে... শাহাদাত হোসেন রাজীব। বাংলাদেশ ক্রিকেট দলের একজন পেস বোলার। লর্ডস এর অনার্স বোর্ডে নাম লেখানো দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার। তিনি হতে পারতেন বাংলাদেশের "ডেল স্টেইন। " স্টেইনের মতই ক্যারিয়ারে কখনোই বড় ধরণের কোন ইনজুরিতে পড়েননি।

পেস বোলারদের জন্য যা বিরল ঘটনাই। পেস বোলারসুলভ উচ্চতা ছিল, ছিল আগ্রাসন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তিনি তার বোলিং ভুলে গেছেন। একসময় অনিয়মিতভাবে হলেও টেস্ট ক্রিকেটে তিনি জ্বলে উঠতেন। গত কয়েক বছরে তার বোলিং সক্ষমতা কমতে কমতে এমনই এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখান থেকে আসলে আর পিছানো যায় না।

সীমিত ওভারের ক্রিকেটে ১ ওভার, কখনোবা ১ টা বলই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে শাহাদাত আজকে ১ ওভারে দিলেন ২৪ রান। ৪ ওভারে ৫৪। বাংলাদেশের ইনিংসের ১৯ তম ওভারের শেষে যখন দেখাচ্ছিল, ১ ওভারে লাগে ২৫ রান, রাগে-দুঃখে মাথার চুল ছেঁড়া ছাড়া আসলে কিছু করার ছিল না। বারবার মনে পড়ে যাচ্ছিল এশিয়া কাপের সেই ফাইনালের কথা, শেষ ওভারে ২০ রান দিয়ে ম্যাচটা তিনি পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন।

বাংলাদেশ হেরেছিল ২ রানে। বাংলাদেশের পেস বোলিং নিয়ে ভাবার সময় এসে গেছে। ভাবার সময় এসে গেছে শাহাদাতকে নিয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে আমি শাহাদাত হোসেনের কোন ভবিষ্যৎ দেখি না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।