আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশা (আমার মার লিখা)

এসো ভালোবাসা, একবার হলেও তুমি এসো...তারপর না হয় চলে যেও...কারন ওটাই অনেক সহজ... নিঝুম দুপুর অলস বেলা সময় কেটে যায় হেলাফেলা, চলে যায় মন সূদুর পারা। মাধবী তার রঙ দিয়ে আকুল হৃদ্য় কেড়ে নিয়ে, মাতিয়ে তুলে মদিয় ধারা। উদাস ক্লান্ত সময় কেটে যায় আম্র মন্জরী শোভে বৃক্ষ চূড়ায়, নিভৃত অন্তরে রেখা পাত করি অলখে ধূলিতে ঝড়ে যায়। হায়রে জীবন ভগ্ন তরী সম সাঙ্গ হবে সব লীলা মম, তবু মনে ভ্রান্ত আশা অম্লান হয়ে রব প্রত্যাশা।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।