আমাদের কথা খুঁজে নিন

   

আজ বিকাল ৪টায় ‘সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে... সেমিনারের বিষয়: ‘সমকালিন বাংলাদেশের চলচ্চিত্রঃ প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন’

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র আয়োজনে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে ৭ দিনব্যাপি ‘সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’। ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে নির্মিত হয়েছে ৫৫০ টিরও অধিক চলচ্চিত্র। এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একুশটি নির্বাচিত চলচ্চিত্রকে নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। আজ ৬ জুলাই, শনিবার, বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ৭ দিনব্যাপি এই উৎসবে নির্বাচিত চলচ্চিত্র-সমূহ নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয়: ‘সমকালিন বাংলাদেশের চলচ্চিত্রঃ প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন’। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্রকার কাজী মোরশেদ, চলচ্চিত্রকার ও স্থপতি এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম, কবি ও চলচ্চিত্রকার টোকন ঠাকুর এবং চলচ্চিত্রকার মুরাদ পারভেজ। ০৬ জুলাই, শনিবার বিকাল ৪টায় সেমিনার: ‘সমকালিন বাংলাদেশের চলচ্চিত্রঃ প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন’ স্থান: সেমিনার কক্ষ, (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।