আমাদের কথা খুঁজে নিন

   

মা আমার তুলনাহীন

আমি নাই। এ পৃথিবীতে মায়ের যে হয় না তুলনা ফুলের চাইতেও সুঘ্রাণ মায়ের স্নেহ ভালবাসা, কারণ, ফুলের ঘ্রাণ ক্ষনিকের গোধুলীলগ্নে সে নিষ্প্রাণ হয়ে পড়ে, থাকে না কোন ঘ্রাণ কিন্তু মায়ের ভালবাসা নয়তো ক্ষনিকের বা শেষ হয়ে যাবার ? আমি আমার মায়ের যদি তুলনা দেই প্রাণপাখি নিঃশ্বাসের সাথে, তবু নিঃশ্বাসের চাইতে আমার মায়ের মূল্য অনেক বেশী, কারণ, আমি যদি শতবার জন্মাই মায়ের ভালবাসার ঋণ নয় শুধ হবার। যদি উপমা দেই নদীর সাথে মায়ের অস্তিত্বের তখনও মা আমার অতুলনীয়, কারণ, নদীর অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু না, আমার মায়ের অস্তিত্ব বিলীন নয় হবার । আরেকটু এগিয়ে যদি বলি আকাশের চাঁদের চাইতেও মায়ের মর্যাদা বেশী তবওু বলা বেশী হবে না, কারণ, ঐ সৌর্ন্দয্য চাঁদটিও একদিন শিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মা আমার মা কোনদিন শেষ নয় হবার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।