আমাদের কথা খুঁজে নিন

   

নতুন রণক্ষেত্রে অ্যাপল, মাইক্রোসফট ও গুগল

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, গুগল সম্প্রতি ‘ওপেন অটোমোটিভ অ্যালায়েন্স’ (ওএএ) নামে নতুন এক জোট গঠন করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

গুগল ঘোষিত ওই ‘ট্রিপল এ’ জোটে রয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি, জেনারেল মোটর্স, হোন্ডা, হিউন্দাই এবং চিপ নির্মাতা এনভিডিয়া । গাড়িতে অ্যান্ড্রয়েড স্থাপন করে চালকদের জন্য ‘নিরাপদ, সহজ এবং আরও আনন্দদায়ক চালনা সৃষ্টি’ করাই জোটটির মূল লক্ষ্য বলে জানানো হয়েছে । তবে বর্তমানে অন্যান্যদের তুলনায় মাইক্রোসফট এ প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির নির্মিত এমবেডেড অটোমোটিভ সফটওয়্যার বেশ আগে থেকেই ফোর্ড, ফিয়াট, কিয়া এবং নিসানের গাড়িগুলোতে ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে টেক জায়ান্ট অ্যাপলও খুব একটা পিছিয়ে নেই। অ্যাপল ২০১৩ সালের ডব্লিউডব্লিউডিসি-তে গাড়িতে আইওএস স্থাপনের ঘোষণা দিয়েছিল। গাড়িতে স্থাপনকৃত অ্যাপলের আইওএস সফটওয়্যারে ভয়েস-অপারেটেড সিরি সিস্টেম, জিপিএস এবং টেলিফোন ফাংশনের সুবিধা পাওয়া যাবে। তবে এ সম্পূর্ণ বিষয়টিই হবে ফোনভিত্তিক।

প্রতিযোগিতায় এগিয়ে যেতে বিএমডব্লিউ, আকুরা, অডি, ফোর্ড, জেনারেল মোটর্স, হন্ডা, হিউন্দাই, মার্সিডিজ-বেঞ্জ, টয়োটা এবং ভলভোর মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নতুন গাড়িতে অ্যাপল তাদের এ আইওএস সুবিধাটি স্থাপন করবে বলে প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।

কিন্তু এখন সময়ই বলতে পারবে প্রতিযোগিতাটিতে কোন প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত রাজপথ দখল করতে পারবে।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.