[img|http://
[img|http://
কন্যা সন্তানের বাবা হতে পেরে খুব ভাল লাগছে। অনেক দিন ব্লগ ছেড়ে ছিলাম। তবে কিছু ব্লগার বন্ধুরা সব সময় পাশে ছিল। তাদের কাছে সিমাহীন কৃতজ্ঞতা। স্ত্রীকে ওটিতে নেয়ার পর ডাক্তার বললো আরো এক ব্যাগ রক্ত লাগবে।
চিন্তায় পড়ে গেলাম। রক্তের গ্রুপের সাথে পরিচিত কারো মিলতে ছিলনা। ফোন দিলাম ব্লগার পারভেজ রানা ভাইকে এবং আর হক ভাইকে। কয়েকজন পাঠক কে।
সবার আগে সাড়া দিল পারভেজ রানা ভাই, তিনি বাংলাদেশ রাইটারর্স গিল্ডের সদস্য ও দৈনিক জনকণ্ঠের সাব এডিটর রাসেদ ভাইকে ফাঠালেন।
রাসেদ ভাই খুবই বিজি। তারপরও ওনি রক্ত দিলেন যথা সময়ে এসে।
তারকাছে সিমাহীন কৃতজ্ঞতা।
আরহক ভাইও রক্ত ম্যানেজ করে ছিলেন।
বাচ্চা জন্মের পর কাদলো না।
তাকে নেওয়া হল আই সি ইউ তে। অবশেষে ১০ মিনিট পর কাদলো। তারপর ও ৩০ ঘন্টা সেখানে রাখা হল তারে।
এখন ও ভাল আছে।
মেয়েটার জন্য দোয়া এবং একটি ভাল ইসলামী নাম দিলে কৃতজ্ঞ থাকবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।