কিছূ মনে পরছেনা ভাইরে কে খারাপ আমি বুঝিনা, মনে হয় আমরাই খারাপ নইলে চুপচাপ বয়া আছি কেন? বাসায় গ্যাস নাই,চুলা জলেনা। কারেন্ট নাই,বাত্তি জলেনা।ওয়াসার পানিতে ময়লা,তাও ঠিকমত সাপ্লাই নাই।বাজারে জিনিসের যে দাম খালি দেখতে হয়,টাকা নাই, দোকানদাররে যদি কই এত দাম ক্যা?হেয় কয় কি করুম কন,তেলের দাম যে ভাবে বারতাছে রাস্তার জে খরচ,তারপর আছে চান্দাপার্টি,বাজারে আছে বাজার সমেতি আজ এই উন্নায়ন তো কাল সেই উন্নায়ন টাকা দাও আরো কত্তো কি,অহন কন কেমনে নায্য দামে বেচুম? টেক্সিতে কোথাও যাইতে পারিনা,সেই টাকা এখন বাসে নেয়,রিকশায় চরছেন তো মরছেন ৫টাকার ভারা ২৫টাকা দিতে হবে যদি কিছু বলেন ত বলবে, পারেনতো খালি গরিবরে মারতে এ জাতিয় আরো দুচার খান বানী।বিকালে একটু ঘুরতে বের হবেন ,তারোউপায় নাই। বাইর হইতে দিতে চাইনা বাসার কেউ, কয় ধইরা লয়া গুম কইরা ফেলবো,নয়তো জংগি বানায়া চালান কইরা দিব,এর চেয়ে টিভি দেখো,পেপার পড়ো,রিমোটের বেশির ভাগ চ্যানেলি হিন্দি,দেশি চ্যানেলে ডিজিটাল উন্নয়নের জোয়ার,হাসিনা,সাহারার এক চোটিয়া বয়ান।আর পেপারত হলুদ আলো তার যখন যেমন মর্জি তেমন লেখাই লিখবে।এই শীতে একটু শান্তিতে ঘুমামু তারো উপাই নাই,ঢাকা সিটিরে ২ভাগ কইরা জনগনের দোরগোরায় এমন সেবা (মশা)দিতাছে যে দুইচোক্খের পাতা এক করতে পারতাছিনা।লিখতেও আর ভালো লাগছেনা, এমন হাজারো সমস্যার মাঝে চলছে জীবন,তারপরো আমরা চুপচাপ বসে আছি কেউ কিছু বলছিনা!আপনারা কিছু বলেন শুনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।