আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালির মানুষ কি ক্ষতি করেছে আমাদের???

আমাদের দেশে একটি বড় ও উন্নত জেলা নোয়াখালি। চট্টগ্রাম বন্দরনগরীর সাথেই অবস্থিত প্রায়। কিন্তু এই অঞ্চলের মানুষ কে নিএ এধরনের লেখালেখির মানে কি???!!! এতো নেগেটিভ ওয়ে তে কখনোই কাউকে রিপ্রেজেন্ট করা উচিত না। আমাদের দেশে প্রতি দশ জনে কয়টা মানুষ আছে যারা সরাসরি নোয়াখালির মানুষ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত??? কয়টা বড় ধোকা প্রতি দশজনে খেয়েছে নোয়াখালির মানুশ এর কাছে? জেলা হিসেবে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যত ভিন্ন জেলার মানুষ এর কাছে ধরা খেয়েছি তার লিস্ট করলে যে নোয়াখালির মানুষ ই লিস্ট এ টপ এ থাকবে এইটা কি কেও জরিপ করে দেখেছেন??? আমাদের কয়জন আছে যারা আছে যারা একজন মানুষ(নোয়াখালির) এমন কাজ করতে দেখেছে যা আমরা অন্য জেলার লোকেরা কখনোই ওই জায়গাইয় হলে করতাম না??? আমার মনে হয় এখানে হুজুগ টা বেশী কাজ করে। যারা কাক্কতালীয় ভাবে নোয়াখালির মানুষের ধরা খেয়েছেন তারাই চান্স পেলেই ধুমায় বদনাম করেন।

কিন্তু যারা অন্য জেলার কারো কাছে একি ঘটনার সম্মুখীন তারা তখন কিছু বলার খুজে পান না। তাই নোয়াখালি হয়ে গেছে একটা ব্রান্ড। আমার মনে হয় নোয়াখালির লোকের বেপারে একটা জরিপ করা উছিত। ঢাকা শহর যেখানে সারা বাংলাদেশ লোকেরা সমান হারে থাকে সেখানে যেকোন ১০০০ মানুষযারা নোয়াখালির নয় তাদের জীবনে এ এমন তিন জন ভিন্ন জেলার মানুষ এর নামে টিক দিতে হবে (৬৪ জেয়ার নাম লেখা ফর্ম এর মধ্যে) যাদের দারা তারা কখনও চরম ভাবে নীগ্রিহিত/অপমানিত/লাঞ্ছিত/ক্ষতিগ্রস্ত/আক্রান্ত/বিরক্ত। আমার কেনো জানি মনে হয় নোয়াখালি বা অন্য কোন জেলার নাম ই একক ভাবে এক নাম্বআর এ আসবেনা।

এতেই প্রমানিত হবে যে ব্যেপার টা আসলে ভুল যা একটা রিউমার। তা না হলে অরা যদি দুখে অপমানে জেদে বিচ্ছিন্নতাবাদি আন্দোলন শুরু করে দেয়??? বাই দা অয়ে , আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মেয়ে % হিসেবে- ১। খুলনা(আমার নানা বাড়ী) ২। যশোর ৩। সাতক্ষীরা ৪।

বাগেরহাট আর সবচেয়ে সুন্দর ছেলে % হিসাবে ১। চিটাগাং ২। নোয়াখালি, ৩। চাদপুর ৪। ফেনী ইয়াকিন (বাংলা বানান টা আসলই না তাই হিন্দি টা)না হলে ফেসবুক এ জেলা হিসেবে সার্চ দিইয়ে দেখুন।

সব শেষ এ একটি হৃদয় ছোয়া তেলুগু গান এর লিঙ্ক। http://www.youtube.com/watch?v=ziGR8ZCVHSA ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।