আমি জব করি আজ ৭ বছর। ৭ বছর অনেক সময়। ঘটে গেছে আনেক কিছু। বদলে গেছে অনেক কিছু। জব করি দেশের একটা প্রতিষ্ঠিত কম্পানিতে।
প্রথম প্রথম খুবই ইনজয় করতাম।
ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর আমরা সব বন্ধুরা জব এ ডুকলাম। ভালোই কাটছিলো দিন গুলো। এর পর শুরু হলো এক এর পর এক উইকেট এর পতন। আজ এ হায়ার স্টেডির জন্য বিদেশে যাচ্ছে তো কাল কেউ ইমিগ্রেশন নিয়ে যাচ্ছে।
আমার সবচেয়ে ক্লোজ ৪ দোস্তই বিদেশ চলে গেলো ।
আমি ভাব নিয়া কইলাম ব্যপার না। আমি এই সোনার টুকরা দেশ থুইয়া কোথও যামুনা।
(আসলে আমি না আসীম দিগন্তী কইলো সে তার বাবা মা রেখে কোথও যাবেনা....। আমি কইলাম, যারা বিদেশ যায় তারা কি ফ্যক্টরিতে হয়, তাদের কি বাবা মা নাই..... আমারে তো জারি কয় তাদের বাবা মা আছে না নাই তা দিয়া আমি কি করমু।
কইছি)যামুনা শেষ..। )
গেলাম না। এর মধ্যে বুডিগঙ্গ দিয়া অনেক পচা পানি বয়ে গেলো। দেশের আবস্থা দিনদিন খারাপ হচ্ছে। যে দোস্তোরা কসম করে কইয়া গেছিলো দেশে আবার ফিরা আমু দোষ্ত টেনশন নিসনা।
হালারা একটাও কথা রাখে নাই ।
একজন আইছিলো, দেশের আবহাওয়া আর খাবার সয্য হয়নাই ।
চোক্ষের জলে দোস্তরে কইলাম ভাগ যা এদেশ দিয়া, তাও বেচে থাক।
দুই বছর আগে আসীম দিগন্তী তার ভুল বুঝতে পারলো, এবং এই দেশে থেকে যাওয়ার জন্য আমাকেই দায়ী করলো । বলল আমার নাকী দুর দৃষ্টি বলতে কিছু নাই।
বাচ্চাদের কথা ভেবেও তো ইমিগ্রেশনটা নেওয়া উচিৎ ছিলো ।
ততদিনে সহজ ইমিগ্রেশন সিস্টেম কঠিন তর হয়ে গেছে। আমি ও চেষ্ঠা শুরু করলাম কানাডা,আস্ট্রেলিয়া,নিউজিল্যন্ড,ডেনমাক,কিউবেক সব দিকেই দৌডাইলাম , কিন্তু কিছু তেই কোনো উপায় হয়না। আইইএলটিএস দেই, ফ্রেন্চ শিখি.....। কোনো উপায় ই বের হয় না।
আসীম দিগন্তী বলে আমি নাকি টাকাপয়সা নষ্ট করার ধান্দায় আছি....
কলিগরাও নিরুৎসাহিত করে।
আমি আমার টেবিলে নিচের বানীটি লাগি বিপুল উদ্দামে নেমে পরি..।
"Agar kisi cheez ko dil se chaaho to puri kayanat usey tumse milane ki koshish mein lag jaati hai.." -----Shahruk Khan
অবশেষে ২ বছর এর সংগ্রাম শেষে, আস্ট্রেলিয়াতে টিআর হিসাবে ইমিগ্রেশন হয়েছে । কিছু দিন এর মধ্য স্বপ্নের দেশ আস্ট্রেলিয়াতে যাচ্ছি। সবাই দোয়া করবেন।
আমরা এডিলেইড এ যাবো, এডিলেইড এর ব্লগার দের সাথে যোগাযোগ করতে চাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।