আমাদের কথা খুঁজে নিন

   

আবহওয়া অফিসের ঘোষনার ফলে সিদ্ধান্ত নিলাম- এই বছর আমি আর বিবাহ করিব না...

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! ২০১০ সালে থার্টিফাস্ট নাইটে অনেক অনেক উইশ এর মাঝে ছিল যেমন করিয়াই পারি ২০১১ সালে অনন্ত একটা বিবাহ আমি করিবই করিব। ২০১১ সালে ডিসেম্বর মাসের ২২ তারিখ দিনক্ষণ ধার্য্য করিয়া আমি ব্যাংকে গমন করিলাম । ভাবিলাম মোটা একটা চেক ক্যাশ করিয়াই আমি কন্যার হাটে যাইব । সেদিন ব্যাংকের ক্যাশিয়ার খুব সকালে আমি দেখিয়া বলিল - ভাইজান দাওয়াত খাওয়াবেন কবে ? আমিও খুব চাপা একটা স্মাইলি তাহার পানে নিক্ষেপ করিয়া বলিলাম- "এই জন্যই সাত সকালে আসা । এই বছর দাওয়াত খাইবেন খাসা ।

" একটু পরেই ক্যাশিয়ার হৃষ্টচিত্তে আমাকে হাসিমুখে জানাইলো-- সর্বসাকুল্যে আমার ব্যাংক একাউন্টে ২৬২ টাকা ১৯ পয়সা আছে.... তৎক্ষনাৎ আমি উপস্থিত বুদ্ধির সাহায্যে তড়িৎ সিদ্ধান্ত নিয়া বুঝিতে পারলুম---- এই বারও হল না । মাঝে দেশব্যাপি শৈত্য প্রবাহের প্রক্ষোপে পড়িয়া, ২২ তারিখ এর পরও আমি কিন্তু আশা ছাড়ি নাই । শক্ত করে আশাকে জড়িয়ে ধরিয়াছিলাম । (বিশ্বাস করেন আমি সত্যি বলিয়াছি-- শৈত্য প্রবাহের এই কয়দিন আমি একটা বউয়ের খুবই অভাব বোধ করিয়াছি.....) অবশেষে আল্লাহপাকের অশেষ মেহেরবানী । শীত চলিয়া গেছে ।

তাই আমি সবাইকে অত্যান্ত প্রফুল্লচিত্তে জানাই দিতে চাই -- যেহেতু আবহওয়া অফিস বলছে-- এই বছর আর শৈত্য প্রবাহের সম্ভাবনা নাই । তাই আমি ঠিক করিয়াছি -- এই বছর আর আমি বিবাহ করিব না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।