আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয়তাবোধ এবং ইলেক্ট্রনিক মিডিয়া

আমরা প্রায়-ই বলি পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। আমরা ভারতের টিভি চ্যানেলগুলো দেখে দেখে এ ব্যপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারি। ওদের অনুষ্ঠানসমূহ যখন দেখি তখন মনে হয় ওদের মধ্যে কেমন একটা দেশপ্রেম কাজ করে। দেশপ্রেম জিনিসটা আমাদের বাংলাদেশীদের মাঝেও আছে। তবে সত্যি বলতে কি আমাদের দেশপ্রেমে ঘাটতি আছে।

রাজাকার ও তাদের অনুসারীগণ যতদিন এদেশে থাকবে ওরা ততদিন আমাদের মাঝে বিভেদ তৈরি করে যেতে থাকবে। ওরা মানুষের মন নিয়ে খেলতে ওস্তাদ। ওরা ওদের কৌশল এবং টার্গেট ঠিক করার মাধ্যমে অসাধারণ বাংলাদেশীদেরকেও অতীব সাধারণ বানিয়ে ছাড়তে পারে। প্রয়াত সম্মানিত তারেক মাসুদ তার ছায়াছবিতে দেখিয়েছেন কিভাবে ওরা 'ব্রেইন ওয়াশ' করে জঙ্গী তৈরি করে। আমার বক্তব্যের উদ্দেশ্য হল ওরা যেসময় মানুষের মন নিয়ে খেলে ঠিক তখন আমরা সেটা প্রতিহত করতে পারি কিনা ত দেখা।

আমার উত্তর হল---হ্যাঁ আমরা পারি। আমরা যখন ভাষার জন্য রক্ত দিতে পেরেছি, দেশকে আলবদর, রাজাকারদের গুরুদের হাত খেকে ছিনিয়ে আনতে পেরেছি তখন একাজটাও আমরা করতে পারি। আমরা আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করতে পারি। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশের মানুষ। আমাদের এক দীর্ঘ ইতিহাস আছে।

সে ইতিহাস সমৃদ্ধ বাংলার ইতিহাস। আমাদেরকে শুধু সংগঠিত হতে হবে। আমাদের ভাবনাগুলোর মাঝে ঐক্য গড়তে হবে। কাজটা কে করবে? কাজটা করবে ইলেক্ট্রনিক মিডিয়া । এখানেই আমার লেখার প্রথম তিন লাইনের সাথে মূল বিষয়ের সংযোগ।

আমার বিশ্লেষণে ভারতীয় মিডিয়ায় ওদের জাতীয়তার ঈস্যুটিকে যত গুরুত্ব দিয়ে দেখানো হয় আমাদের মিডিয়াতে ব্যপারটা একইরকম নয়। আমাদের টিভি চ্যানেলগুলো যতক্ষণ বিজ্ঞাপণ প্রদর্শণ করে তার দশ ভাগের একভাগ সময় নিয়েও যদি তারা দেশের বিভিন্ন গর্বের বিষয়গুলো প্রচার করতো...আন্তর্জাতিক অঙ্গণে কিভাবে দেশের ভাবমূর্তি বাড়ানো যায় তা দেখাত তাতেই আমাদের অনেক উপকার হত বলে আমি মনে করি। আপাদুরাই নামে একজন নামকরা গবেষক বলেছেন এখন মিডিয়াই দ্বিতীয় ঈশ্বর...কারণ মিডিয়া নাকি এখন মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে। তাই আমি ইলেক্ট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট মানুষগুলোকে অনুরোধ করি যাতে ওনারা যেন আমাদের জাতীয়তাবোধ বৃদ্ধি পায় এমন অনুষ্ঠান সম্প্রচার করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.