আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপ.....একটি অসাধারন সুন্দর ফুলের নাম... কিন্তু আপনি জানেন কি????

মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....। গোলাপ এর সৌন্দর্য দেখে মুগ্ধ হননি এমন মানুষ মনে হয় দুনিয়াতে অনেক কম ই আছে। যে দিন থেকে মানুষ গোলাপের সৌন্দর্য দেখে মুগ্ধ হত শুরু করেছে সে দিন থেকেই এর কদর পৃথিবীর যতো প্রেমিক প্রেমিকা কবি ও আরও সৌন্দর্যপিয়াসী মানুষের কাছে বেরে গেছে। একে অন্যের সাথে সুখ বা দুঃখ বা আনন্দ বা ভালোবাসা ভাগাভাগি করে নিতে এই গোলাপের ব্যাবহার যুগ যুগ চলে আসছে। কিন্তু আপনি জানেন কি??????? -- পৃথিবীতে ১০০রও বেশী প্রজাতির এবং বিভিন্ন চোখ ধাঁধানো রং এর গোলাপ ফুল আছে।

-- পৃথিবীতে Asia মহাদেশেই এই ফুলের সবচেয়ে বেশী চাষ হয়। এর পরে আছে Europe, North America, North west africa. -- Rose এই word টি এসেছে latin word "Rosa" থেকে। --কিছু কিছু প্রজাতির গোলাপ গাছে এক ধরনের ফল জন্মে যাকে Rose hip বলে। -- এই Rose hip লাল থেকে কমলা এবং গোলাপি থেকে কাল রং এর হয়ে থাকে। --Rose hip সাধারনত herbal tea, jam, jelly, syrup, soup, beverage তৈরিতে অনেক দেশে ব্যবহৃত হয়।

কারন এতে রয়েছে প্রচুর পরিমাণে vitamin c। --১৮৬৭ সালে La France এ সর্বপ্রথম Modern Rose introduce করা হয়। --১৮৬৭ সালের আগে যে সব প্রজাতির গোলাপ আছে তাদেরকে Old Garden Rose বলে। --এই Old Garden Rose গুলির মধ্যে Alba Rose, Gallica Rose, Damask Rose, Chima Rose, Tea Roe, Bourbon Rose, Noiselte Rose, Hybrid Rose, Perpetual Rose, Moonlight Rose, ইত্যাদি উল্লেখযোগ্য পরিশেষে সবাইকে একরাশ গোলাপের শুভেচ্ছা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।